GST Rates Hike: রোগীর চিকিৎসা হয়ে উঠল আরও ব্যবহুল। এবার থেকে হাসপাতালের নন-আইসিইউ রুম যাদের ভাড়া প্রতিদিন ৫০০০ টাকার বেশি, তাদের ৫ শতাংশ জিএসটি দিতে হবে। GST কাউন্সিলের ৪৭ তম বৈঠকে নেওয়া হয়েছিল এই সিদ্ধান্ত। আজ ১৮ জুলাই থেকে যা কার্যকর করা হল। 


GST On Hospital Room: এই সিদ্ধান্তের সর্বস্তরে প্রতিবাদ
চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ করছে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্র থেকে হাসপাতাল অ্যাসোসিয়েশন সবাই। অবিলম্বে সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেছে বিভিন্ন সংগঠন। তাদের মতে, হাসপাতালে বেড ও ঘরের ওপর জিএসটি আরোপের সিদ্ধান্তের ফলে মানুষের চিকিত্সা আরও ব্যয়বহুল হয়ে উঠবে। পাশাপাশি বোঝা চাপবে স্বাস্থ্যপরিষেবা শিল্পে। এতদিন এই খাতে জিএসটি ছাড় দেওয়া হত, এবার জিএসটি চাপানোয় বিপাকে পড়বে স্বাস্থ্যপরিষেবা ক্ষেত্র।


GST Rates Hike: হাসপাতালে কত শতাংশ জিএসটি চার্জ
নতুন নিয়ম অনুসারে, এক দিনের হাসপাতালের বেডের ভাড়া ৫,০০০ টাকা হলে রোগীর পরিবারকে জিএসটি হিসাবে ২৫০ টাকা দিতে হবে। যদি কোনও রোগীকে দুই দিন হাসপাতালে থাকতে হয়, তাহলে রুম ভাড়া ১০,০০০ টাকার সঙ্গে GST মিলিয়ে ১০,৫০০ টাকা হবে। রোগীকে যত বেশি সময় হাসপাতালে থাকতে হবে, চিকিৎসা তত ব্যয়বহুল হবে।


GST On Hospital Room: জিএসটি-র কারণে বিভ্রান্তি বাড়বে


ইতিমধ্যেই সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে Ficci সভাপতি সঞ্জীব মেহতা অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে একটি চিঠি লিখেছেন। যেখানে তিনি বলেছেন, এই জিএসটি রোগীদের চিকিত্সা আরও ব্যয়বহুল করে তুলবে। কারণ হাসপাতালের ঘরের ভাড়া চিকিৎসার প্যাকেজের মধ্যে নির্ধারিত থাকে। আর প্যাকেজের একটি অংশের ওপর কর আরোপ করলে বিভ্রান্তি তৈরি হবে রোগীর পরিবারের মধ্যে, বেড়ে যাবে রেট।



আরও পড়ুন : Virus Attack: এসএমএস পড়ে ফেলে, টাকা কেটে নেয় ! অবিলম্বে মোবাইল থেকে সরান এই অ্যাপগুলি