কলকাতা: রাত পোহালেই মহার্ঘ হচ্ছে প্যাকেটবন্দি খাদ্যদ্রব্য (Packaged Food)। সেই তালিকায় রয়েছে প্যাকেটবন্দি চাল, আটা থেকে পনির, দইয়ের মতো খাদ্য়পণ্য। এসব কিনতে গেলে এখন থেকে ৫ শতাংশ পণ্য ও পরিষেবা কর (Goods and Service Taxes) দিতে হবে সাধারণ মানুষকে। একই সঙ্গে হাসপাতালে রোগীর জন্য ৫ হাজার বেশি ভাড়ার ঘর অথবা শয্যা বুক করলেও দিতে হবে ৫ শতাংশ জিএসটি (GST)। সম্প্রতি জিএসটি কাউন্সিলের বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে (GST Council)। সোমবার অর্থাৎ ১৮ জুলাই থেকে নয়া নিয়ম কার্যকর হতে চলেছে। ফলে প্যাকেটবন্দি চালের দামও বাড়তে চলেছে।
ফের বাড়ল জিএসটি-র হার
ফ্রোজেন ফুটের আওতায় না পড়লেও, প্যাকেটবন্দি মাছ, লস্সি, মাখানা, মটর, গম, সবজি, মুড়ির উপরও এখন থেকে ৫ শতাংশ জিসটি দিতে হবে। এতদিন এই সব খাদ্যপণ্য জিএসটি-র আওতায় ছিল না। হোটেলে রুম বুক করার ক্ষেত্রেও খরচ বাড়ছে সোমবার থেকে। দৈনিক ১ হাজার টাকা ভাড়ার রুম বুক করলে ১২ শতাংশ জিএসটি দিতে হবে। শুধু তাই নয়, জীবাণুমুক্ত করে খাবার মুড়তে ব্যবহৃত টেট্রা প্যাকের উপর ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। ব্যাঙ্কের তরফে চেক ইস্যুর ক্ষেত্রেও পরিষেবা কর বাবদ ১৮ শতাংশ জিএসটি দেওয়া বাধ্যতামূলক হচ্ছে। অ্যাটলাসের মানচিত্র, নকশা, তালিকার উপরও দিতে হবে ১২ শতাংশ জিএসটি।
এ যাবৎ ১ হাজার টাকার কম ভাড়ার হোটেল রুম বুক করতে গেলে জিএসটি লাগত না। কিন্তু ১৮ জুলাই থেকে দৈনিক ১ হাজার টাকা ভাড়ার ঘরে বুক করতে হলে দিতে হবে বাড়তি ১২ শতাংশ জিএসটি। আইসিইউ বাদে ৫ হাজার টাকার শয্যা এবং ঘর বুক করার ক্ষেত্রে হাসপাতালেও ৫ শতাংশ বেশি জিএসটি দিতে হবে।
আরও পড়ুন: Best Gaming Phone: ২০ হাজারের নিচে গেমিংয়ের সেরা ফোন, এখন পাবেন দারুণ দামে
ছোটদের পড়াশোনার জন্য প্রয়োজনীয় লেখা, আঁকার পেন, পেনসিল, পেনসিল শার্পনার, এলইডি ল্যাম্প, ড্রয়িং এবং মার্কিংয়ের সরঞ্জাম, চাকু, কাগজ কাটার চাকুর উপর প্রযোজ্য জিএসটি-র হারও বাড়ানো হয়েছে। এখন থেকে এসব কিনতে গেলে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। সোলার ওয়াটার হিটার কিনতে গেলে আগে ৫ শতাংশ জিএসটি দিতে হত, এখন থেকে ১২ শতাংশ জএসটি কার্যকর হতে চলেছে। পলিশ করা হিরে কিনতে গেলে ০.২৫ শতাংশের পরিবর্তে ১.৫ শতাংশ জিএসটি দিতে হবে গ্রাহকদের। এলইডি ল্যাম্প, লাইট সবের উপর ১২ শতাংশ থেকে বাড়িয়ে জিএসটি-র হার ১৮ শতাংশ করা হয়েছে। বাগডোগরা থেকে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিমানযাত্রার ক্ষেত্রে একমাত্র ইকনমি ক্লাসের টিকিটেই জিএসটি ছাড় মিলবে।
জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত
জিএসটি-র এই নয়া হারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন দেশের ৩ হাজারের বেশি চালকল মালিকরা। শনিবার দেশ জুড়ে ধর্মঘট পালন করেন তাঁরা। ৫ শতাংশ জিএসটি প্রত্যাহারের দাবি জানান তাঁরা।