নয়া দিল্লি : 'পাখির চোখ' ক্ষমতায় প্রত্যাবর্তন। সেই উপলক্ষে গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujrat Assembly Election) ইস্তেহার (Manifesto) প্রকাশ করল বিজেপি (BJP)। দলের তরফে ইস্তেহার (Manifesto) প্রকাশ করেন গুজরাতের বিদায়ী মুখ্যমন্ত্রী (Gujrat's Outgoing CM) ভূপেন্দ্র পটেল, দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ( J P Nadda) ও রাজ্য সভাপতি সি আর পাট্টিল।


দেখে নেওয়া যাক দলের তরফে কী কী আশ্বাস দেওয়া হল-



  • গুজরাত কৃষি পরিকাঠামো কোষে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। তাতে কোল্ড চেন, গুদামঘর, প্রাথমিক প্রক্রিয়াকরণ কেন্দ্র-সহ বিভিন্ন পরিকাঠামো উন্নয়নে সেই টাকা ব্যবহার করা হবে।

  • চলতি সেচ ব্যবস্থার আরও উন্নতি করা হবে। এই দরুণ ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। সুজলম সুফলম, মাইক্রো ইরিগেশন-সহ বিভিন্ন প্রকল্প তা কাজে লাগানো হবে।

  • গুজরাতের প্রত্যেকের যাতে পাকা বাড়ি থাকে তা নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ১০০ শতাংশ রূপায়ণ নিশ্চিত করা হবে।

  • গুজরাত অলিম্পিক মিশন শুরু করা হবে। বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো তৈরি করা হবে। ২০৩৬ সালে অলিম্পিক গেম হোস্ট করার লক্ষ্যমাত্রা নিয়ে। 

  • আগামী ৫ বছরের মধ্যে রাজ্যে ২০ লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

  • গ্রিন এনার্জি এলাকায় আইআইটি-র ধাঁচে আরও ৪টি ইন্সটিটিউট অফ টেকনোলজি খোলা হবে। 

  • পিডিএস সিস্টেমে বছরে ৪ বার এক লিটার করে ভোজ্য তেল ও প্রতি মাসে ভর্তুকিতে এক কেজি করে চানা দেওয়া হবে।

  • কেজি থেকে পিজি পর্যন্ত প্রত্যেক ছাত্রীকে বিনামূল্যে গুণগতমান সম্পন্ন শিক্ষা দেওয়া হবে।

  • রাজ্যে যে সব সিনিয়র সিটিজেন মহিলা রয়েছেন, তাঁদের বিনামূল্যে বাসযাত্রার ব্যবস্থা করা হবে। 

  • আগামী ৫ বছরে মহিলাদের জন্য ১ লক্ষের বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। 

  • পুলিশ বাহিনীর আধুনিকীকরণের জন্য ১ হাজার কোটি টাকা খরচ করা হবে। উন্নতমানের অস্ত্র ক্রয় ও বিল্ডিং নির্মাণে ব্যবহার করা হবে টাকা।

  • প্রত্যেক শ্রমিককে দেওয়া হবে ক্রেডিট কার্ড। যার মাধ্যমে তাঁরা ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব ও জাতীয় সড়কের মধ্যে সংযোগ গড়ে তুলতে সৌরাষ্ট্র এক্সপ্রেস হাইওয়ের উন্নতি করা হবে।