নয়াদিল্লি: শীঘ্রই, বিখ্যাত শিল্পপতি (industrialist) এবং 'টাটা সন্স'-এর (Tata Sons)  প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার (Ratan Tata) জীবনের ওপর ভিত্তি করে একটি চলচ্চিত্র বড় পর্দায় আসতে পারে। রতন টাটার বায়োপিক তৈরির জন্য ইতিমধ্যেই গবেষণা শুরু হয়ে গিয়েছে বলে খবর। শোনা যাচ্ছে এই ছবির পরিচালনার দায়িত্ব নিচ্ছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত (National Award Winner) সুধা কোঙ্গারা (Sudha Kongara)।


এবার রতন টাটাকে নিয়ে বায়োপিক?


সিনেপ্রেমীদের জন্য সুখবর। এবার বড়পর্দায় দেখা যেতে পারে রতন টাটার জীবনী। শোনা যাচ্ছে রতন টাটাকে নিয়ে শুরু হয়েছে গবেষণা। সিনেমার কাজ শুরু হতে পারে ২০২৩ সালের শেষের দিকে। সূত্রের খবর, 'রতন টাটা আমাদের দেশের একজন বিখ্যাত শিল্পপতি এবং তাঁর গল্প রুপোলি পর্দায় দেখা গেলে তা গর্বের বিষয়।'

 

সিনেমাটি রতন টাটার জীবনের একাধিক স্তর সামনে নিয়ে আসবে। এছাড়াও শোনা যাচ্ছে তাঁর জীবনের এমন অনেক ঘটনার কথা সিনেমায় তুলে ধরা হবে যা সাধারণ মানুষের অজ্ঞাত। সূত্রের খবর, 'গোটা পৃথিবীর সমস্ত ভারতীয়র কাছে তাঁর জীবন অনুপ্রেরণা। চিত্রনাট্যের কাজও চলছে। আগামী বছরের শেষ ভাগে সিনেমার মুখ্য ফটোগ্রাফি সেরে ফেলার কথা ভাবছেন নির্মাতারা।'

 

রতন টাটাকে নিয়ে বায়োপিক, তা বড় মাপের হবে বলাই বাহুল্য। আর এই খবর শুনলেই, প্রথম যে প্রশ্ন মাথায় আসে তা হল মুখ্য ভূমিকায় কোন অভিনেতাকে দেখা যাবে। শোনা যাচ্ছে এই বায়োপিকের জন্য অভিষেক বচ্চন ও সূরিয়াকে প্রস্তাব পাঠানো হবে। যদিও এই প্রসঙ্গে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি।

 


 

প্রসঙ্গত, রতন টাটা ১৯৯১ থেকে ২৮ ডিসেম্বর, ২০১২ তারিখে অবসর নেওয়া পর্যন্ত টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি টাটা সন্সের চেয়ারম্যান ছিলেন। ৮৪ বছর বয়সী শিল্পপতি এবং টাটা সন্সের ইমেরিটাস চেয়ারম্যান রতন টাটাকে গত মাসে 'সেবা রত্ন' পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। সমাজসেবামূলক ক্ষেত্রে তাঁর অবদানের জন্য সেবা ভারতী দ্বারা এই সম্মান প্রদান করা হয়। অবসর গ্রহণের পরে, রতন টাটাকে টাটা সন্স, টাটা ইন্ডাস্ট্রিজ, টাটা মোটরস, টাটা স্টিল এবং টাটা কেমিক্যালসের চেয়ারম্যান এমিরেটাসের সাম্মানিক পদ দেওয়া হয়। তাঁর সময়কালে সংস্থার আয় বিপুল হারে বৃদ্ধি পায়। ২০১১-১২ সালে যা গিয়ে দাঁড়ায় ১০০ বিলিয়ন ডলারের বেশি। ২০০৮ সালে তাঁকে 'পদ্ম বিভূষণ' সম্মানে সম্মানিত করা হয়।