Surat Chemical Leak: গুজরাতে মর্মান্তিক দুর্ঘটনা। রাসায়নিক ভর্তি ট্যাঙ্কার লিক করে মৃত্যু হল পাঁচ জনের। জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই পাঁচ জনের। অন্যদিকে, এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন অনেকেই। তাঁদের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁরা চিকিৎসাধীন।  গুজরাতের সুরাতে সচিন জিআইডিসি এলাকায় এদিন ভোরে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। অসুস্থ লোকজনদের সঙ্গে সঙ্গে সুরাত সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


জিআইডিসি এলাকা শিল্পাঞ্চল বলে পরিচিত। ট্যাঙ্কার থেকে রাসায়নিক লিক হওয়ার পর তা ছড়িয়ে পড়ে। এতে অচেতন হয়ে পড়েন অনেকে। ট্যাঙ্কার থেকে বিষাক্ত রাসায়নিক বেরোয় বলে খবর। অসুস্থরা সবাই শ্রমিক। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, যে ট্যাঙ্কার লিক হয়েছে, তাতে রাসায়নিক ভরা ছিল।


জিআইডিসি এলাকার একটি কারখানায় রাসায়নিক ভর্তি ওই ট্যাঙ্কার লিক হয়। রাসায়নিক বের করার সময় এই দুর্ঘটনা ঘটে। ট্যাঙ্কার থেকে রাসায়নিক লিক হয়ে বেরোতে থাকে। এরফলেই দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।


পুলিশ সূত্রে খবর, গতকাল রাত আড়াইটে নাগাদ ওই ট্যাঙ্কার থেকে লুকিয়ে নালায় ফেলা হচ্ছিল রাসায়নিক। সেই বিষাক্ত গ্যাস আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পাশেই একটি কারখানায় কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে ঘটনাস্থলেই তাঁদের কয়েকজনের মৃত্যু হয়। ঘটনায় ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হয়েছে।


দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থসলে ছুটে আসে সুরাত পুলিশ। আহতদের যাতে দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করা যায়, সেজন্য তাঁদের সিভিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। গাফিলতি ও নিরাপত্তা সংক্রান্ত নিয়ম লঙ্ঘনের কারণেই এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।  


২০২০-তে এ ধরনেরই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছিল অন্ধ্রপ্রদেশের বন্দরনগরী বিশাখাপত্তনমে।  একটি দক্ষিণ কোরিয় সংস্থার মালিকানাধীন কারখানায় গ্যাস লিক করে ১২ জনের মৃত্যু হয়েছিল। অসুস্থ হয়ে পড়েছিলেন প্রায় শতাধিক।