গুরুগ্রাম: হাড়হিম করা ভিডিও। দেখলেই শিড়দাঁড়ায় বয়ে যায় শীতল স্রোত। আতঙ্ক ছড়ায়। ঘটনাটি ঘটেছে ২০ অগাস্ট। পুরনো দিল্লি-গুরুগ্রাম রোডের উপর একটি হোটেলে এক তরুণীকে নৃসংশ ভাবে খুন করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। রাত সাড়ে ৯ টা নাগাদ হোটেলের একটি ঘরে বছর ৩৬ এর এক মহিলাকে কুপিয়ে কুপিয়ে মারা হয়। ভাইরাল হয়েছে সেই ভিডিও।
সন্ধে ৮.১৫ নাগাদ এক মহিলা ও পুরুষ ওই হোটেলে একটি ঘর ভাড়া নেন। কিছুক্ষণ পর দেখা যায়, এক ব্যক্তি ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে আসছেন। পিছনে ছুটে আসছিলেন রক্তাক্ত তরুণী। তাঁর সারা শরীর রক্তে ভাসছিল। ছুটতে ছুটতেই সিঁড়িতে লুটিয়ে পড়েন ওই মহিলা। মৃত্যু হয় তাঁর। পালিয়ে যান তাঁর পুরুষ সঙ্গী। জানা গেছে, তাঁর নাম সচিন। হোটেলের সিসিটিভ ফুটেজে ধরা পড়েছে সেই ভয়াবহ দৃশ্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Gurugram: হোটেলে 'কুপিয়ে কুপিয়ে মারা হল মহিলাকে', পালাল অভিযুক্ত, সিসিটিভিতে ধরা পড়ল দৃশ্য
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Aug 2021 03:10 PM (IST)
কিছুক্ষণ পর দেখা যায়, এক ব্যক্তি ছুটতে ছুটতে ঘর থেকে বেরিয়ে আসছেন। পিছনে ছুটে আসছিলেন রক্তাক্ত তরুণী। তাঁর সারা শরীর রক্তে ভাসছিল।
Gurugram: হোটেলে 'কুপিয়ে কুপিয়ে মারা হল মহিলাকে'
NEXT
PREV
ভারত (india) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
24 Aug 2021 03:10 PM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -