নয়াদিল্লি: আজ, বুধবার দেশজুড়ে পালিত হচ্ছে রামনবমী। এই উপলক্ষে দেশবাসীকে ট্যুইটারে শুভেচ্ছা জানালেন প্রধামনমন্ত্রী নরেন্দ্র মোদি। 


একইসঙ্গে করোনাকালে, মানুষকে আহ্বান করলেন কোভিড-নিয়ম মেনে চলার। বললেন, শ্রীরাম আমাদের বার্তা দিয়েছেন, যাতে সকলে সঠিক ব্যবহার বজায় রাখেন। তিনি ট্যুইটে লেখেন, আশা করি দেশবাসীর ওপর শ্রীরামের অপরিসীম সহানুভূতি সর্বদা বজায় থাকে। 


রামনবমী হল শ্রীরামের জন্মোৎসব। মোদি জানান, করোনা সংক্রমণ এড়াতে সকলকে যাবতীয় নিয়ম ও শর্তাবলী মেনে চলতে হবে এবং ওষুধ ও নিয়মের মন্ত্র পালন করতে হবে। 


মোদির পাশাপাশি রামনবমীর শুভেচ্ছা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি ট্যুইটারে লেখেন, রামনবমীতে সকলকে আন্তরিক শুভেচ্ছা। প্রার্থনা করব, সমগ্র মানবজাতির প্রতীক শ্রীরামের আশীর্বাদ সকলের ওপর যেন বজায় থাকে।


প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ বলেন, প্রভু রাম হলেন আমাদের ধৈর্য্য, সংযম, সাহস ও সম্মানের প্রতীক। ট্যুইটারে তিনি লেখেন, রামনবমী উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করব, রামনবমীর এই উৎসব দেশবাসীর কাছে শুভ হয়ে উঠুক। এটাই প্রভুর ইচ্ছা। 


কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল বর্তমান পরিস্থিতিতে সকলকে ইতিবাচক থাকতে আহ্বান করেন। ট্যুইটারে তিনি লেখেন, রামনবমীর উৎসব উপলক্ষে সকল দেশবাসীকে শুভেচ্ছা। তাঁর জীবন সকল পরিস্থিতের মধ্যেও ইতিবাচক থাকতে শেখায়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও তিনি উদ্বুদ্ধ করে চলবেন। যাতে সকলে এক আদর্শ জীবনযাপন করেন।


বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, আমি শ্রীরামের কাছে প্রার্থনা করব, যাতে সকলে সুস্থ ও সুখী জীবনযাপন করুক। 


লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, সকলকে শুভেচ্ছা। আশা করব যাতে আমরা সকলে নিজ ধর্ম, মানবিকতা, জাতীয়তাবাদ ও বিশ্ব ধর্মের প্রতি নিজ দায়িত্ব পালন করবেন। 


রামনবমী হল শ্রীরামের জন্মোৎসব। কথিত আছে, এই দিনে অযোধ্যায় রাজা দশরথের ঘরে জন্ম নেন রাম। আজ চৈত্র নবরাত্রির নবমী। আজকের দিনে পূজিত হন দেবী দূর্গা। কোথাও তিনি পূজিত হন বাসন্তী রূপে, কোথাও সিদ্ধিদাত্রী রূপে।