নয়াদিল্লি: মাত্র কয়েকমাস আগে উত্তাল হয়েছিল দেশ। সেনায় নিয়োগের (Army Recruitment) ক্ষেত্রে কেন্দ্রের নয়া সিদ্ধান্ত 'অগ্নিপথ' (Agnipath Scheme) নিয়ে কার্যত আগুন জ্বলেছিল দেশের নানা প্রান্তে। এই পদ্ধতিতে নিয়োগের বিরোধিতা করে রাস্তায় নেমেছিলেন সেনায় যোগ দিতে চাওয়া বিপুল চাকরিপ্রার্থী। সবচেয়ে বেশি আঘাত নেমে এসেছিল রেলের সম্পত্তির উপর। বেশ কিছু ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়। স্টেশন, রেললাইনের ক্ষতি হয় বহু জায়গায়। তারপরেও কড়া অবস্থান নিয়েছিল কেন্দ্র। কোনওভাবেই সিদ্ধান্ত ফেরত নেওয়া যাবে না বলে জানিয়ে দেয় কেন্দ্র। ফের সেই ইস্যু উঠে এল রাজনীতির আঙিনায়। 


কী বললেন প্রিয়ঙ্কা:
হিমাচল প্রদেশের (Himachal Pradesh) ভোটপ্রচারে গিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী (Priyanka Gandhi) ঘোষণা করলেন, কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় এলে তুলে নেওয়া হবে মোদি সরকারের চালু করা অগ্নিপথ প্রকল্প। ভোটমুখী হিমাচল প্রদেশে একটি জনসভায় এই কথা বলেন প্রিয়ঙ্কা। কাংরা জেলায় একটি জনসভা ছিল। সেখানে তিনি বলেন, 'কেন্দ্রে আমাদের সরকার এলে আমরা অগ্নিপথ প্রকল্প বন্ধ করে দেব। আমরা যা প্রতিশ্রতি দিই, তা পূরণ করি। ছত্তীসগঢ়ে (Chattisgarh) আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে চাষিদের ঋণ মকুব করব, সেটা হয়েছে।


অন্য মেজাজে প্রিয়ঙ্কা:
হিমাচল প্রদেশে নির্বাচন নিয়ে জোর প্রচার চালাচ্ছে সব দল। পিছিয়ে নেই কংগ্রেসও (Congress)। পাহাড়ি রাজ্যে জোর প্রচার করছেন প্রিয়ঙ্কা গাঁধী। তাঁর সঙ্গে রয়েছেন ছত্তীসগঢ়ের কংগ্রেসি সরকারের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। শুক্রবার হিমাচল প্রদেশের কাংড়ায় জ্বালাদেবী মন্দিরে পুজো দেন তাঁরা। ভোট প্রচারে হালকা মেজাজেও দেখা যায় এইসিসির (AICC) সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীকে (Priyanka Gandhi)। জ্বালাদেবী মন্দিরে এক সমর্থকের আবদারও মেটালেন, সেলফি তুললেন প্রিয়ঙ্কা।  প্রিয়ঙ্কা গাঁধীর সভা ঘিরে ভিড় হয়েছিল। নাম পরিবর্তন প্রতিজ্ঞা ব়্যালি। কাংড়ার ওই সভায় উপচে পড়ে ভিড়।      


হিমাচলে কবে ভোট?
আগামী ১২ নভেম্বর হিমাচল প্রদেশের ৬৮টি বিধানসভা আসনে নির্বাচন। একদফাতেই ভোটগ্রহণ সম্পন্ন হবে সেখানে। ভোটগণনা হবে আগামী ৮ ডিসেম্বর। এই মুহূর্তে রাজ্য বিধানসভায় বিজেপি-র সদস্যসংখ্যা ৪৩। ২২ জন বিধায়ক রয়েছে কংগ্রেসের (Congress)। দুই নির্দল এবং সিপিআই-এর একজন বিধায়ক রয়েছেন। এ বারে হিমাচলে নির্বাচনী লড়াইয়ে পা রাখছে আপ। তাদের সমর্থন করবে সিপিআই। 


আরও পড়ুন: গুজরাতে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে? জনমত নিয়েই ঘোষিত নাম