নয়াদিল্লি: ওষুধ প্রস্তুতকারক সংস্থা মাইক্রো ল্যাবের (Micro Lab) অফিসে তল্লাশি অভিযান চালাল আয়কর দফতর (Income Tax Office)। ডলো-৬৫০ (Dolo-650) ওষুধ প্রস্তুত করে এই সংস্থা। বেঙ্গালুরুর (Bengaluur) রেস ক্রস রোডে এই ওষুধ প্রস্তুতকারক সংস্থার অফিস। সেখানেই এদিন আয়কর দফতরের প্রায় ২০ জন অফিসার তল্লাশি চালান। 


ওষুধ প্রস্তুতকারক সংস্থা অফিসে তল্লাশি: আয়কর দফতর সূত্রে খবর, শুধু বেঙ্গালুরুতেই নয়, দেশের ৪০টি জায়গায় ২০০টি অফিসে এদিন তল্লাশি করা হয়। যার মধ্যে রয়েছে নয়াদিল্লি, সিকিম, পাঞ্জাব, তামিলনাড়ু, গোয়ার অফিসও। সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর তথা চেয়ারম্যান দিলীপ সুরানা এবং ডিরেক্টর আনন্দ সুরানার বাড়িতেও তল্লাশি চালানো হয় এদিন। বেঙ্গালুরুর মাধবনগরের রেস কোর্সে মাইক্রো ল্যাবসের অফিস থেকে গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করে আয়কর দফতর। কর ফাঁকি দেওয়ার অভিযোগে তল্লাশি চালানো হয় বলে সূত্রের খবর। করোনা পরিস্থিতিতে বিপুল মুনাফা করে এই সংস্থা বলে সূত্রের খবর। জানা গিয়েছে, ২০২০ সাল থেকে ৩৫০ কোটি ট্যাবলেট বিক্রি করেছে। অন্যান্য ওষুধ প্রস্তুত কারক সংস্থাকে পিছনে ফেলে প্রায় ৪০০ কোটি লাভ করেছে মাইক্রো ল্যাবস। এমনকি ডলো-৬৫০ ওষুধের বিক্রি সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। করোনাকালে একচেটিয়া ব্যবসা করেছে এই প্রস্তুতকারক সংস্থা। 


আরও পড়ুন: Railway Luggage Charges: ট্রেনে বিনামূল্যে কত লাগেজ নিতে পারবেন জানেন ? অতিরিক্ত ওজনে বড় জরিমানা