নয়াদিল্লি: কপ্টার উড়ানে নয়া রেকর্ড। নতুন রেকর্ড গড়ল ভারতীয় বায়ুসেনার চিনুক হেলিকপ্টার। সোমবার নতুন রেকর্ড তৈরি করে চিনুক কপ্টারটি। দীর্ঘতম পথ পাড়ি দিয়েছে চিনুক। চন্ডীগড় থেকে অসমের জোড়হাট পর্যন্ত টানা সাড়ে সাত ঘণ্টার উড়ান করেছেন কপ্টারটি।
কতটা পথ পাড়ি?
মোট ১৯১০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এই কপ্টার। প্রতিরক্ষা আধিকারিকরা জানিয়েছেন, চিনুকের দক্ষতা এবং অপারেশনাল প্ল্যানিংয়ের জোরেই এটি সফল হয়েছে বলে জানিয়েছে ভারকীয় বায়ু সেনা।
টুইটে জানানো হয়েছে, চন্ডীগড় থেকে অসমের জোড়হাট পর্যন্ত পথ পাড়ি দিয়েছে চিনুক হেলিকপ্টার। ১৯১০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে সাত ঘণ্টা তিরিশ মিনিটে। এই প্রথম একটানা এতটা পথ পেরিয়েছে চিনুক কপ্টার। টুইটে জানানো হয়েছে সংশ্লিষ্ট দফতরের তরফে।
চিনুক কপ্টার কী?
প্রতিরক্ষাক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় এই কপ্টার। এটিকে মাল্টি রোল (Multi Role), ভার্টিকাল লিফট প্ল্যাটফর্ম (Vertical-lift Platform) কপ্টার বলা হয়। বাহিনী পৌঁছনো, অস্ত্র ও জ্বালানি পৌঁছনোর কাজে এটি ব্যবহৃত হয়। বিভিন্ন সময় উদ্ধারকাজেও ব্য়বহার করা হয় চিনুক কপ্টার। বিপুল পরিমাণ ত্রাণ একসঙ্গে পৌঁছনোর জন্য ব্যবহার হয়ে থাকে চিনুক হেলিকপ্টার।
আমেরিকা থেকে এই চিনুক হেলিকপ্টার কিনেছে ভারত। ২০১৫ সালে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তির মাধ্যমেই ২২টি অ্যাপাচে (Apache) হেলিকপ্টার এবং ১৫টি চিনুক (Chinook) হেলিকপ্টার কিনেছে ভারত। মোট খরচ হয়েছে ৩ বিলিয়ন ডলার।