Fixed Deposit Interest: রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট বাড়াতেই স্থায়ী আমানতে সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত নিল এই দুই ব্যাঙ্ক। এবার থেকে আরও ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit) আরও বেশি হারে সুদ পাবেন গ্রাহকরা।
ICICI ব্যাঙ্ক ও Kotak Mahindra ব্যাঙ্ক নিয়েছে এই সিদ্ধান্ত। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক 2 কোটি টাকার নিচে FD-তে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সেই ক্ষেত্রে 390 দিনের এফডিতে 30 বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে সুদের হার।
পাশপাশি 23 মাসের FD-তে 35 বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। ব্যাঙ্কের নতুন সুদের হার আজ 6 মে, 2022 থেকে কার্যকর করা হয়েছে। এফডিতে সুদের হার বৃদ্ধির ক্ষেত্রে পিছিয়ে থাকেনি ICICI ব্যাঙ্ক। তারাও 2 থেকে 5 কোটি টাকার FD-তে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন সুদের হার 5 মে 2022 থেকে কার্যকর হয়েছে।
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের নতুন সুদের হার (2 কোটির নিচে এফডি)
7 দিন থেকে 14 দিন - 2.50 শতাংশ
15 দিন থেকে 30 দিন - 2.50 শতাংশ
31 দিন থেকে 45 দিন - 3 শতাংশ
46 দিন থেকে 90 দিন - 3 শতাংশ
91 দিন থেকে 120 দিন - 3.5 শতাংশ
121 দিন থেকে 179 দিন - 3.5 শতাংশ
180 দিন পর্যন্ত - 4.75 শতাংশ
181 দিন থেকে 269 দিন - 4.75 শতাংশ
270 দিন পর্যন্ত - 4.75 শতাংশ
271 দিন থেকে 363 দিন - 4.75 শতাংশ
364 দিন পর্যন্ত - 5.25 শতাংশ
365 দিন থেকে 389 দিন
390 দিন থেকে 15 মাস - 5.50 শতাংশ
15 মাস থেকে 18 মাস - 4.6 শতাংশ
390 দিন - 5.50 শতাংশ
391 দিন থেকে 23 মাসের কম - 5.50 শতাংশ
23 মাস পর্যন্ত - 5.60 শতাংশ
23 মাস 1 দিন থেকে 2 বছরের কম - 5.60 শতাংশ
2 বছর থেকে 3 বছরের কম - 5.60 শতাংশ
3 বছর থেকে 10 বছর - 5.75 শতাংশ
ICICI ব্যাঙ্কের নতুন সুদের হার (2 থেকে 5 কোটি FD পর্যন্ত)
7 দিন থেকে 14 দিন - 2.75 শতাংশ
15 দিন থেকে 29 দিন - 2.75 শতাংশ
30 দিন থেকে 45 দিন - 3.00 শতাংশ
46 দিন থেকে 60 দিন - 3.00 শতাংশ
61 দিন থেকে 90 দিন - 3.25 শতাংশ
91 দিন থেকে 120 দিন - 3.50 শতাংশ
121 দিন থেকে 150 দিন - 3.50 শতাংশ
151 দিন থেকে 184 দিন - 3.50 শতাংশ
185 দিন থেকে 210 দিন - 3.75 শতাংশ
211 দিন থেকে 270 দিন - 3.75 শতাংশ
271 দিন থেকে 289 দিন - 4.00 শতাংশ
290 দিন থেকে 1 বছর - 4 শতাংশ
1 বছর থেকে 389 দিন - 4.50 শতাংশ
390 দিন থেকে 15 মাস - 4.50 শতাংশ
15 মাস থেকে 18 মাস - 4.60 শতাংশ
18 মাস থেকে 2 বছর - 4.65 শতাংশ
2 বছর 1 দিন থেকে 3 বছর - 4.75 শতাংশ
3 বছর 1 দিন থেকে 5 বছর - 4.80 শতাংশ
5 বছর 1 দিন থেকে 10 বছর - 4.80 শতাংশ