নয়াদিল্লি: দেশে করোনায় (Covid19) বাড়ল দৈনিক মৃত্যু। তবে কমল দৈনিক সংক্রমণ (Daily Case)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৬০৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে, ৪১৫ জনের।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Ministry of Health) শনিবারের পরিসংখ্যান বলছে, গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ২১৬ জন। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৯১। বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৯৯ হাজার ৯৭৪। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭০ হাজার ৫৩০। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ২৪ হাজার ৩৬০।


বিশ্বজুড়ে দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন (Omicron)। এ পর্যন্ত ৩৮টি দেশে মিলেছে করোনার (Covid19) বিপজ্জনক ভ্যারিয়েন্টের হদিশ। তবে মৃত্যুর খবর মেলেনি বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(World Health Organization)। ব্রিটেনে ৭৫ জন আক্রান্তর খোঁজ। ওমিক্রনে আক্রান্ত এমন ৪০ জন সন্দেহভাজনের খোঁজ মিলছে না ভারতে। আমরা তৈরি, বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। 


এদিকে রাজ্যের স্বাস্থ্য দফতরের (WB Health and Family Welfare Department) শুক্রবারের বুলেটিন অনুযায়ী, ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ৬০৮। একদিনে মৃতের সংখ্যা ১৩। দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও একদিনে মৃতের সংখ্যা বেড়েছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুয়ায়ী, রাজ্যে পজিটিভিটি রেট ১.৫১ শতাংশ। ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৬১৫। সবমিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১৬ লক্ষ ১৮ হাজার ১৬। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ লক্ষ ৯০ হাজার ৮২৩। অতিমারী শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৯ হাজার ৫২৩।  বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৭০।






রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত ১৫৮। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ১২৭। দক্ষিণ ২৪ পরগনাতে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৪৯। কলকাতায় গত একদিনে করোনায় মৃতের সংখ্যা ৩। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় পাঁচ করোনা আক্রান্তর মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় করোনা আক্রান্ত হয়ে গত একদিনে মৃতের সংখ্যা ৪। 


আরও পড়ুন: Medical College: ভাঙা পড়তে চলেছে রাজ্যের চক্ষু চিকিৎসার একমাত্র সরকারি হাসপাতাল, চিন্তায় রোগীরা