নিউ দিল্লি: স্বাধীনতা তো স্বাধীনতাই হয়। গায়ে কাঁটা দেওয়া সেই দিন। জাতীয় পতাকা উত্তোলনের সময় রোমাঞ্চ হয় সকলেরই। এবার বছর ৭৫। উদযাপনেও তাই কিছুটা অনন্য রাখার চেষ্টা চলছে। গর্বের ৭৫-এর দিনটিকে স্মরণীয় করতে দেশের ৭৫টি পাস (সীমান্তবর্তী) এলাকায় ১৫ অগাস্ট উত্তোলন করা হবে ভারতের জাতীয় পতাকা। বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও)-এর তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


ভারতের উত্তরের সীমানা জুড়ে বিস্তৃত রয়েছে হিমালয় পর্বতমালা। বিশ্বের সর্বাধিক পাস রয়েছে সেখানেই। বাইক ও গাড়ি যাতায়াতের রাস্তাও রয়েছে সেখানে। এর মধ্যে সর্বোচ্চ হল উত্তরাখণ্ডের কালিন্দী পাস। যা প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে ১৯ হাজার ৫২১ ফিট উচ্চতায় রয়েছে। এই মাসের শুরুর দিকে বর্ডার রোডস অর্গানাইজেশন লাদাখে ১৯ হাজার ৩০০ ফুট উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ রাস্তা তৈরি করেছে।


এই রাস্তার উচ্চতা এভারেস্টের বেস ক্যাম্পের থেকেও বেশি। জানা গিয়েছে, নেপালে অবস্থিত এভারেস্টের বেস ক্যাম্পের উচ্চতা ১৭ হাজার ৫৯৮ ফুট। অন্য দিকে তিব্বতে এভারেস্টের বেস ক্যাম্পের উচ্চতা ১৬ হাজার ৯০০ ফুট। এই দুই বেস ক্যাম্পের থেকেও বেশি উঁচু এই রাস্তা।


পাহাড়ি পথ এবং এই রাস্তাগুলির বিশেষ গুরুত্বও রয়েছে। এর মধ্যে বেশ কিছু পাস-এ কেবল পায়ে বা ঘোড়ায় চড়ে পৌঁছনো যায়। যদিও ভারতীয় সেনাবাহিনী তাদের কয়েকটি পাস-এ সফলভাবে যুদ্ধকালীন প্রেক্ষিতে ব্যবহৃত ট্যাঙ্ক চালিয়েছে। চিনের সীমান্তের কাছাকাছি থাকা অনেক পাস যদিও এখন পর্যটকদের জন্য উন্মুক্ত নয়।


উমলিং লা পাসটি যেমন যানবাহনের জন্য খোলা রাখা ছিল। লাদাখের ১৭ হাজার ৫৮২ ফুট উঁচু খারদুং লা, এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। যাকে বলা হয় বিশ্বের সর্বোচ্চ মোটর চলাচল পাস। আটেরো হাজার ফুটের উপরে থাকা অন্যান্য পাসগুলির মধ্যে রয়েছে গিয়ং লা (সিয়াচেন), মুলিং লা (উত্তরাখণ্ড), সিয়া লা (সিয়াচেন), মার্সিমিক লা (লাদাখ), মানা পাস এবং সিন লা (উভয়ই উত্তরাখণ্ডে)।  এই সবক'টি পাস-এই ১৫ অগাস্ট তেরঙ্গা উত্তোলন করা হবে।