নয়াদিল্লি: ৪ দিন পর দৈনিক সংক্রমণ ২০ হাজারের নীচে নামলেও, দেশে করোনা (India Corona) পরিস্থিতি এখনও উদ্বেগজনক। ফের বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯৩৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ৫২৮ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৯ ।


এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৭৬০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৭ লক্ষ ৬৭ হাজার ৫৩৪ । এর পাশাপাশি, দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ২৬৪।বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ৬৯ হাজার ৩৮০ জনের । মোট আক্রান্তের সংখ্যা ৫৬ কোটি ২৩ লক্ষ ৫৫ হাজার ৫ ।


কী দেশ, কী রাজ্য- ফের বাড়তে শুরু করেছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। বিশেষজ্ঞরা বলছেন, আক্রান্তের মধ্যে প্রবীণদেরই সংখ্যা বেশি! পাশাপাশি গতকাল নবান্নের বৈঠকের পর, আজ কলকাতার রাস্তায় করোনা বিধি নিয়ে ফের সক্রিয় হয়েছে পুলিশ।  আর গতকালই দেশে ২০০ কোটি ভ্যাকসিনের (Corona Vaccine) ডোজ দেওয়া সম্পন্ন হল। ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনার সংক্রমণ! গত তিন দিন ধরে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের নীচে নামেনি! দৈনিক মৃতের সংখ্যাও বাড়ছে পাল্লা দিয়ে। চিকিত্‍সকদের একাংশ ইতিমধ্যেই জানিয়েছেন, ভারতে করোনার চতুর্থ ঢেউ (Corona Fourth Wave) শুরু হয়ে গিয়েছে!