নয়াদিল্লি: ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মধ্যে দেশে ফের কমল করোনাভাইরাসে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে করোনায় আক্রান্তর সংখ্যা ৭ হাজার ৭৭৪। শনিবারের পরিসংখ্যান অনুয়ায়ী, দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল সাত হাজার ৯৯২। এদিনের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ৩০৬। গতদিনের পরিংসখ্যান অনুযায়ী, দৈনিক মৃতের সংখ্যা ছিল ৩৯৩। অর্থাৎ, দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা আগের দিনের তুলনায় কমেছে।


দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৯২,২৮১।  গত ২৪ ঘন্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৮ হাজার ৪৬৪। দেশে অ্যাক্টিভ আক্রান্তের হার বর্তমানে ০.২৭ শতাংশ। এখনও পর্যন্ত দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪১ লক্ষ ২২ হাজার ৭৯৫। এখনও পর্যন্ত দেশজুড়ে টিকাকরণ অভিযানে ১৩২ কোটি ৯৩ লক্ষ ৮৪ হাজার ২৩০ টিকার ডোজ দেওয়া হয়েছে।


 






উল্লেখ্য, শনিবারের পরিসংখ্য়ানেও আগের দিনের তুলনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছিল।


দেশে ক্রমশ বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা।  শুধু তাই নয়, এখনও দেশের বেশ কয়েকটি জেলা ও রাজ্যে করোনা ভাইরাস ঊর্ধ্বমুখী। এই প্রেক্ষাপটে ফের সেই ১০ রাজ্যকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ সমস্ত রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব/প্রশাসকদের কাছে লিখেছেন যে ১০টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ২৭টি জেলা, যেগুলি গত ২ সপ্তাহে উচ্চ কোভিড পজিটিভ হার রিপোর্ট করছে, সেই জেলাগুলিকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা দরকার।