নয়াদিল্লি: দেশে একদিনে করোনা (Corona Case) সংক্রমণ নামল ১০ হাজারের নিচে। করোনায় কমল দৈনিক সংক্রমণ। কমল একদিনে মৃত্যুর সংখ্যাও (Daily Death Toll)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১১৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৪৩। দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ১৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ২৭৩ জন। 


দেশে অ্যাক্টিভ কেসের (Active Case)সংখ্যা ১ লক্ষ ২ হাজার ৬০১। দৈনিক পজিটিভিট রেট  (Positivity Rate) ১.১১ শতাংশ। করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৩ লক্ষ ৭ হাজার ৬৮৬ জন। মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ১৩ হাজার ৮৪৩।






 


এদিকে রাজ্যে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজ্যের (West Bengal) করোনা (WB Corona) পরিস্থিতি। রবিবার রাজ্য়ে স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে  ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২১৫ জন। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০,১৫,০১৮ জন। আজ রাজ্যে করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১,৯৪৪ জন।


এই সময়পর্বে রাজ্যে করোনা (Covid-19) আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩ জন। সবমিলিয়ে রাজ্যে মৃতের সংখ্যা হল ২১,১৭৫ জন। পাশাপাশি সুস্থতার হার ৯৮.৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২২০ জন। সবমিলিয়ে রাজ্যে মোট সুস্থ হয়েছেন ১৯,৯১,৮৯৯ জন। সরকারি বুলেটিন অনুযায়ী  রাজ্যে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত হয়েছেন ৪৩ জন।