India Coronavirus Updates: উৎসবের মরসুমে দেশে করোনা পরিসংখ্যানে খানিক স্বস্তি। গত কয়েকদিনের মতো আজও কমল দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তর সংখ্যা ১৪ হাজার ৩১৩। অন্যদিকে, গতদিনের তুলনায় কমেছে করোনায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৮১। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ১৮ হাজার ১৩২। মৃতের সংখ্যা ছিল ১৯৩। ঝলকে দেখে নেওয়া যাক দেশের করোনা পরিস্থিতি।


এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫০ হাজার ৯৬৩


স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২৬ হাজার ৫৭৯। এরফলে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা কমে হয়েছে  ২ লক্ষ ১৪ হাজার ৯০০। দেশে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছে ৩ কোটি ৩৩ লক্ষ ২০ হাজার ৫৭ জন আক্রান্ত। দেশে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪ লক্ষ ৫০ হাজার ৯৬৩।


দেশে এই মুহুর্তে রিকভারি রেট ৯৮.০৪ শতাংশ। ২০২০-র মার্চের পর যা সবচেয়ে বেশি। মোট আক্রান্তের সংখ্যার তুলনায় অ্যাক্টিভ আক্রান্তর হারও গত বছরের মার্চের পর সবচেয়ে কম। এই হার এখনও ১ শতাংশরও কম- ০.৬৩ শতাংশ। গতকাল ৬৫ লক্ষের বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গতকাল দেশে ৬৫ লক্ষ ৮৬ হাজার ৯২ টি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। সবমিলিয়ে এই সংখ্যা বেড়ে হয়েছে ৯৫ কোটি ৮৯ লক্ষ ৭৮ হাজার ৪৯।


কেরলে গতদিনে চোখে পড়ার মতো কমেছে দৈনিক আক্রান্তর সংখ্যা। সোমবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৬,৯৯৬। মৃতের সংখ্যা ৮৪। সবমিলিয়ে রাজ্যে আক্রান্তর সংখ্যা ৪৮ লক্ষ ১ হাজার ৭৯৬। রাজ্যে মোট মৃতের সংখ্যা ২৬ হাজার ৩৪২। 


আইসিএমআর জানিয়েছে, গতকাল দেশে করোনা নমুনা পরীক্ষার সংখ্যা ছিল ১১ লক্ষ ৮১ হাজার ৭৬৬। এখনও পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৫৮ কোটি ৫০ লক্ষ ৩৮ হাজার ৪৩।