নয়াদিল্লি: উৎসবের মরশুমে দেশে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ১৬৬ জন। একদিনে মৃত্যু হয়েছে ২১৪ জনের।


দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ৫৮৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ৫৩ হাজার ৪৭৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ৯৭১। যা গত ৭ মাসে সর্বনিম্ন। এরইমধ্যে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ ৭১ হাজার ৯১৫ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৬২৪ জন।


 



 


শনিবার, স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৭৬ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ৭৫ হাজার ৫৭৭ জন। শনিবার রাজ্যে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭ হাজার ৬৩৪। এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৮ হাজার ৮৯৪ জন। রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭৫৫ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মোট ১৫ লক্ষ ৪৯ হাজার ৪৯ জন। সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ। 


এদিকে পুজোয় করোনার সংক্রমণ রুখতে আগেই রাজ্যবাসীর উদ্দেশে সতর্কবার্তা জারি করেছে স্বাস্থ্য দফতর। সতর্কবার্তায়  উৎসবের মরশুমে কোনও রকম জমায়েত বা শোভাযাত্রা করতে নিষেধ করা হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে ভিড় এড়িয়ে প্রতিমা দর্শনের। স্বাস্থ্য দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, শারীরিক দূরত্ব বিধি যেন অবশ্যই বজায় রাখা হয়। বিরত থাকতে বলা হয়েছে দল বেঁধে সিঁদুর খেলা থেকে। বয়স্ক, শিশু, গর্ভবতী ও অসুস্থদের ভিড় থেকে দূরে রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে বাইরে গেলে মাস্ক অনিবার্য। ঠাকুর দেখা, আড্ডা, পেটপুজোর ফাঁকে ঘন ঘন সাবান-জল বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে বলা হয়েছে। কেউ যদি কাশি, সর্দি, জ্বরে আক্রান্ত হন, তাঁরা যাতে ঘরের বাইরে না যান, সে বিষয়ে সতর্ক করেছে স্বাস্থ্য দফতর।  


উৎসবের মরশুমে কোভিড বিধিনিষেধ আরও কিছুটা শিথিল করেছে রাজ্য সরকার। পঞ্চমী থেকে স্বাভাবিক নিয়ম অনুযায়ী খোলা থাকবে দোকান, রেস্তোরাঁ ও পানশালা। দেরিতে পানশালা বন্ধ করতে হলে অনুমতি নিতে হবে। ২০ অক্টোবর পর্যন্ত চালু থাকবে এই নিয়ম। বিজ্ঞাপ্তি জারি করে জানিয়েছে নবান্ন।