নয়াদিল্লি:  দেশে দৈনিক করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা বাড়ল।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ১৬ হাজার ৩২৩। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল ১৫ হাজার ৭৮৬। গত একদিনে করোনায় মৃতের সংখ্যা অনেকটাই বেড়ে হয়েছে ৬৬৬। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, এই সংখ্যা ছিল  ২৩১।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৭৩ হাজার ৭২৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৭ হাজার ৬৭৭। সবমিলিয়ে দেশে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৩২ হাজার ১২৬।


 


 


উল্লেখ্য, দেশে করোনাভাইরাস সংক্রমণ পরপর ২৮ দিন ৩০ হাজারের কমই রয়েছে। আর পরপর ১১৭ দিন দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৫০ হাজারের কম রয়েছে। অ্যাক্টিভ আক্রান্তের হার মোট সংক্রমণের তুলনায় ০.৫১ শতাংশ। গত বছরের মার্চের পর এই হার সবচেয়ে কম। দেশে রিকভারি হার বেড়ে হয়েছে ৯৮.১৬ শতাংশ। এই হারও গত বছরের মার্চের পর সর্বনিম্ন। 


দেশে করোনার মোয় ৫৯.৮৪ কোটি নমুনা পরীক্ষা করা হয়েছে। দৈনিক পজিটিভিটি হার ১.২০ শতাংশ। গত ১৯ দিন ধরে এই হার দুই শতাংশের নিচে রয়েছে। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.২৪ শতাংশ। 


সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ১০১.৩০ কোটি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। 


মহারাষ্ট্রে গত একদিনে আক্রান্তের সংখ্যা ১,৬৩২। আগের দিনের তুলনায় তা সামান্য বেশি। শুক্রবার রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ছিল ৪০। একদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১,৭৪৪। রাজ্যের ৩৬ টি জেলার মধ্যে আটটি জেলায় নতুন কোনও সংক্রমণের খবর নেই।


অন্যদিকে, কেরলে শুক্রবার নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৯,৩৬১। গত বুধবার রাজ্যে দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ১১,১৫০। বৃহস্পতিবার তা কমে হয়েছিল ৮,৭৩৩।