নয়াদিল্লি : দেশজুড়ে ১৮ বছর বয়স হলেই মিলবে করোনার ভ্যাকসিন । ১ মে থেকে মিলবে ভ্যাকসিন ।
এবার খোলা বাজারেই মিলবে করোনার ভ্যাকসিন। ৫০% ভ্যাকসিন খোলাবাজারে বিক্রি করতে পারবে সংস্থা , সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থা । এবার মানুষ চাইলে নিজেই ভ্যাকসিন কিনে নিতে পারবে। অর্থাত্ রাজ্যগুলিকে সরাসরি ভ্যাকসিন বিক্রি করতে পারবে প্রস্তুতকারী সংস্থা। সিদ্ধান্ত কেন্দ্রের। এর ফলে ভারত বায়োটেক বা সিরাম ইনন্সিটিউট থেকে কিনতে পারবে রাজ্য সরকার।
সরকারি হাসপাতালে বিনামূল্যে টিকা পাওয়া যায়। বেসরকারি হাসপাতালে ২৫০ টাকা করে লাগে।
এই বিষয়ে ডা. প্রভাসপ্রসূন গিরি জানালেন, এর ইতিবাচক ও নেতিবাচক দুই প্রভাবই আছে। এর ফলে অনেক বেশি মানুষ ভ্যাকসিন পাবে। কিন্তু প্রশ্ন তুললেন, '' আমাদের স্টকে কি এত ভ্যাকসিন আছে? ''
এই সিদ্ধান্ত নিয়ে ডা. শিবব্রত বন্দ্যোপাধ্যায়ের মত, '' এই সিদ্ধান্ত আমাকে খুব রোমাঞ্চিত ও পুলকিত করছে। এই সিদ্ধান্তকে স্বাগত। কিন্তু খোলাবাজারে বিক্রির সিদ্ধান্তের বিষয়টি প্রশাসনকে দেখভাল করতে হবে যাতে সুষ্ঠু ভাবে, নিয়মমাফিক হয়। এই সিদ্ধান্তের ফলে মানুষ নিয়ে দোকান থেকে কিনে নিয়ে ভ্যাকসিন নিতে পারবে। ভ্যাকসিনের ঘাটতি বিভিন্ন ক্ষেত্রে পরিলক্ষিত হলেও এটা তো স্থায়ী নয়। ভ্যাকসিন ছাড়া তো করোনা রোখার উপায় নেই। ''
রবিবারই দেশে প্রথমবার একদিনে করোনা সংক্রমিতের সংখ্যা আড়াই লক্ষের গণ্ডি পেরোয়। আজ সেই সংখ্যাও ছাপিয়ে গিয়েছে ৷ দেশে একদিনে আক্রান্তের সংখ্যা ২,৭৩,৮১০ জন ৷ পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,৪৪,১৭৮ জন ৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬১৯ জনের ৷ দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ১,৭৮, ৭৬৯ ৷ সুস্থতার হার ক্রমশ নিম্নমুখী। একইসঙ্গে উদ্বেগ কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যাও।
এদিকে পশ্চিমবঙ্গে রাজ্যজুড়ে বেসরকারি হাসপাতালে কোভিড বেডের আকাল । পরিস্থিতি সামাল দিতে চার সদস্যের টাস্কফোর্স গঠন করেছে রাজ্য সরকার । যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে বেসরকারি নার্সিংহোমে হাসপাতালগুলিতে বেড পাওয়া নিয়ে অত্যন্ত সংকট দেখা দিয়েছে ।