নয়াদিল্লি: দৈনিক করোনা সংক্রমণে রেকর্ড গড়ল ভারত। সাম্প্রতিক প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় ২.৯৫ লক্ষ মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। 


বিশ্বে এখনও পর্যন্ত এটাই সর্বকালীন দ্বিতীয় বৃহত্তম দৈনিক সংক্রমণ। ভারতের আগে, একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে। 


শুধু দৈনিক সংক্রমণই নয়, দৈনিক মৃত্যুতেও রেকর্ড গড়ল দেশ। গত ২৪-ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ২ হাজার পার করল। এই প্রথম দেশে দৈনিক মৃত্যু ২ হাজার ছুঁল। 


গত ২৪-ঘণ্টায় দেশে করোনায় মারা গিয়েছেন ২,০২৩ জন। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮২ হাজার ৫৫৩ জনের। 


তথ্য অনুযায়ী, গত ২৪-ঘণ্টায় ২ লক্ষ ৯৫ হাজার ০৪১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন দেশে। করোনা প্রথম ওয়েভের সময় গত বছরের ১৭ সেপ্টেম্বর দেশে দৈনিক সংক্রমণ শিখরে পৌঁছেছিল। সেই সংখ্য়া ছিল ৯৮ হাজার ৭৯৫। অর্থাৎ, এদিনের সংখ্যা সেদিনের প্রায় তিনগুণ। 


বিশ্বে এখনও পর্যন্ত একটাই দেশে দৈনিক সংক্রমণ ৩ লক্ষের বেশি হয়েছিল। চলতি বছরের ৮ জানুয়ারি মার্কিন মুলুকে দৈন সংক্রমণ ছুঁয়েছিল ৩.০৭ লক্ষ। 


তবে, বিশেষজ্ঞদের মতে, দেশে যে হারে করোনা সেকেন্ড ওয়েভ আছড়ে পড়েছে, মার্কিন রেকর্ড ভেঙে দেওয়াটা সময়ের অপেক্ষা মাত্র। 


তাঁদের যুক্তি, ভারতে দৈনিক সংক্রমিত প্রতিদিন ১৯ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে, এই অঙ্কে, সম্ভবত দু-একদিনের মধ্যেই ৩ লক্ষের ঘরে পৌঁছে যেতে পারে দৈনিক সংক্রমণের সংখ্যা। 


দেশে এখনও পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৫৬ লক্ষ ১৬ হাজার ১৩০ জন। দেশে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২১ লক্ষের বেশি। 


রাজ্যওয়াড়ি দিল্লির অবস্থা ভয়াবহ। সেখানে দৈনিক সংক্রমণ বৃদ্ধির হার ৩২ শতাংশ। পশ্চিমবঙ্গে ২৫ শতাংশ, মহারাষ্ট্রে ২০ শতাংশ। 


মঙ্গলবার, মহারাষ্ট্রে ৫১৯ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতে মারা গেছেন ২৭৭ জন। উত্তরপ্রদেশে সংখ্যাটি ১৬২, কর্ণাটকে ১৪৯, গুজরাত ১২১। এই প্রথমবার ৬ রাজ্যে মৃত্যুর সংখ্যা ১০০ পার করেছে।