নয়াদিল্লি : দেশে দৈনিক মৃত্যু কমলেও, বাড়ল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩১১ জনের।
- একদিনে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৫২৯।
- দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৮ হাজার ৬২ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৭ লক্ষ ৩৯ হাজার ৯৮০।
- অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৭৭ হাজার ২০।
- দেশে এখনও পর্যন্ত ৩ কোটি ৩০ লক্ষ ১৪ হাজার ৮৯৮ জন সুস্থ হয়েছেন।
- একদিনে সুস্থ হয়েছেন ২৮ হাজার ৭১৮ জন।
আরও পড়ুন :
শিশুদের উপর নোভাভ্যাক্সের ট্রায়ালে অনুমোদন ডিসিজিআই-এর
রাজ্যের করোনাগ্রাফ
----------------------
রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু। বুধবার সাতশোর কোটায় রাজ্যের করোনা সংক্রমণের সংখ্যা। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৭৪৮ জন।
এ নিয়ে রাজ্যে সবমিলিয়ে মোট করোনা সংক্রমিতের সংখ্যা হল ১৫,৬৮,৩২১ জন।
সরকারি হিসেব অনুযায়ী রাজ্যে করোনায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৫৮০ জন।
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। গতকাল মৃত্য়ু হয়েছিল ১৩ জনের।
এ নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮,৭৭৮ জন।
রাজ্যে সংক্রমণের নিরিখে এখনও শীর্ষে কলকাতা। একদিনে সংক্রমিত হয়েছেন ১৩৯ জন। ৪ জনের মৃত্যু হয়েছে।
এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ১২৩ জন হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ জনের।
উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা থেকে সেরে উঠেছেন ৭৪০ জন।