নয়াদিল্লি: এবার ৭ থেকে ১১ বছর বয়সি শিশুদের উপর নোভাভ্যাক্স টিকার ট্রায়াল শুরু হচ্ছে। এ বিষয়ে ডিসিজিআই-এর অনুমোদন পেয়েছে সিরাম ইনস্টিটিউট। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে। করোনার তৃতীয় ঢেউয়ে শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসক, গবেষক ও বিজ্ঞানীরা। তাই শিশুদের উপর করোনার টিকার পরীক্ষা এই পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিরাম ইনস্টিটিউট এখন ১২ থেকে ১৭ বছর বয়সিদের উপর নোভাভ্যাক্সের ট্রায়াল চালাচ্ছে। এর আগে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, জনসন অ্যান্ড জনসনের সিঙ্গল ডোজ ভ্যাকসিন এবং জাইডাস ক্যাডিলার সূচবিহীন ডিএনএ ভ্যাকসিন শিশুদের উপর প্রয়োগের অনুমোদন পেয়েছে। এবার নোভাভ্যাক্সও শিশুদের উপর প্রয়োগের অনুমোদন দেওয়া হল।
এদিকে, দেশে দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজারের নিচেই। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কিছুটা বেড়েছে। স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৭৮ জনের। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১৮,৮৭০।
দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩,৩৭,১৬,৪৫১। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩,২৯,৮৬,১৮০। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২৮,১৭৮ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪,৪৭,৭৫১ জনের। এখন দেশে অ্যাকটিভ করোনা আক্রান্তের এখনও পর্যন্ত টিকাকরণ হয়েছে ৮৭,৬৬,৬৩,৪৯০ জনের। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ৫৪,১৩,৩৩২ জনের।
কেরলে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১,১৯৬ জন। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪৯ জনের। কেরলে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৬,৫২,৮১০। কেরলে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৪,৮১০ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৮,৮৪৯ জন। মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৪৪,৭৮,০৪২।
মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২,৮৪৪ জন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬০ জনের। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৩,০২৯ জনকে। এখন মহারাষ্ট্রে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ৩৬,৭৯৪। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৫,৪৪,৬০৬। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১,৩৮,৯৬২ জনের।