নয়াদিল্লি : ফের চোখ রাঙানি মারণ ভাইরাসের। ভারতে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ছশো ছুঁইছুঁই। যদি স্বস্তি দিয়ে সামান্য কমল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৫৯৩ জনের মৃত্যু হয়েছে।  একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৬৪৯।  গতকাল অর্থাত্ শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় ৫৫৫ জনের মৃত্যু হয়েছিল।  আজ মৃত্যুর সংখ্যা প্রায় ৪০ জন বেশি। শুক্রবারের হিসেবে একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৪৪ হাজার ২৩০।  সেই হার কিছুটা কমেছে। 


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৩ হাজার ৮১০ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৬ লক্ষ ১৩ হাজার ৯৯৩।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৯২০।  


এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৭ লক্ষ ৮১ হাজার ২৬৩ জন। একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ২৯১ জন।

গতকাল এ রাজ্যে কিছুটা কমে দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭১১ জন। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমে ৫। উত্তর ২৪ পরগনায় এখনও দৈনিক আক্রান্ত শতাধিক। সক্রিয় রোগীর সংখ্যা কমে ১১ হাজার ১৭১। 

অন্যদিকে ক্রমেই আতঙ্ক ছড়াচ্ছে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা। সেই সঙ্গে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে গবেষণায় উঠে নিত্যনতুন তথ্য সেই ভয় আরও বাড়িয়ে তুলছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (CDC)একটি অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশ করেছে যে ডেল্টা ভাইরাস অনেক বেশি সংক্রামক ছিলই। তবে এবার সেই চরিত্রে আরও সংক্রামক রূপ দেখা দিচ্ছে। ক্রমশ চিকেন পক্সের চরিত্র ধারণ করছে এই ভাইরাস। এটি  ইবোলা, সাধারণ সর্দি, সিজন বদলের ফ্লু, MERS, SARS-এর চেয়ে বেশি সংক্রমণযোগ্য, এমনটাই বলা হয়েছে।


সিডিসির এই নথি বিশ্লেষণ করেছে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। সেখানেই এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। সিডিসির ডিরেক্টর ডঃ রোশেল পি ওয়ালেন্সকি জানান,টিকাপ্রাপ্তদের মাধ্যমে করোনা ছড়িয়ে পড়ার সংখ্যা টিকা না নেওয়া ব্যক্তিদের তুলনায় অতি নগণ্য। টিকা নেওয়া না থাকলে অন্যান্য পরিচিত ভেরিয়েন্টের চেয়ে আরও মারাত্মক উপসর্গ হতে পারে।