নয়াদিল্লি: ভারতে অব্যাহত করোনা ভাইরাসের দাপট অব্যাহত। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্তর সংখ্যা ৪২,৭৬৬। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে সক্রিয় আক্রান্তর সংখ্যা গতকালই চার লক্ষ ছাড়িয়েছিল। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লক্ষ ১০ হাজার ৪৮। দেশে সুস্থতার হার বর্তমানে ৯৭.৪২ শতাংশ।
শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৪২,৬১৮। রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩০৮। সুস্থ হয়ে উঠেছেন ৩৮,০৯১। অর্থাৎ, গত ২৪ ঘণ্টায় অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ৪,৩৬৭ বেড়েছে।
ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তর সংখ্যা ৩ কোটি ২৯ লক্ষ ৮৮ হাজার। এরমধ্যে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ২১ লক্ষ ৩৮ হাজার।
গত ২৪ ঘণ্টায় দেশে মোট আক্রান্তদের মধ্যে কেরলেই সংক্রমণ সবচেয়ে বেশি। সে রাজ্য গত একদিনে আক্রান্তের সংখ্যা ২৯,৬৮২। কেরলে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১৪২। রাজ্যে সবমিলিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২১,৪২২। টোটাল পজিটিভিটি রেট সামান্য কমেছে। শুক্রবারের ১৭.৯১ শতাংশ থেকে কমে হয়েছে ১৭.৫৪ শতাংশ। কেরলে বিগত কিছুদিন ধরেই আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। রাজ্যে ত্রিশূর জেলায় গত একদিনে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এই সংখ্যা হল ৩,৪৭৪। এরপরেই রয়েছে এর্নাকুলাম (৩,৪৫৬) ও মালাপ্পুরম (৩,১৬৬)।
স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখনও পর্যন্ত বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ৬৬.৮৯ কোটি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। খুব শীঘ্রই আরও ১.৫৬ কোটি টিকার ডোজ দেওয়া হবে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে এখনও ৪.৩৭ কোটি টিকার ডোজ রয়েছে।
দেশে করোনায় মৃত্যু হার ১.৩৪ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তের হার ১.২৩ শতাংশ। করোনা অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত এখন বিশ্বে সপ্তম স্থানে। মোট আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত দ্বিতীয় স্থানে। অন্যদিকে, আমেরিকা ও ব্রাজিলের পর ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।