নয়াদিল্লি : দেশে করোনায় কমল দৈনিক সংক্রমণ (Coronavirus)। তবে বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা (Covid Death)।     


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮২২ জন। যা গত দেড় বছরের বেশি সময়ে সবথেকে কম। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৩০৬।   গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২২০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২১১।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ৭৫৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ৪৮ হাজার ৩৮৩ । 


অন্যদিকে, কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ নিয়ে কোনও সিদ্ধান্ত হল না ভ্যাকসিনেশন নিয়ে জাতীয় পরামর্শদাতা গোষ্ঠীর বৈঠকে।  স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, শিশুদের ভ্যাকসিনেশন নিয়েও কোনও সিদ্ধান্ত হয়নি। কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট যখন চোখ রাঙাচ্ছে, তখন চিকিত্‍সকদের একাংশ বুস্টার ডোজের দাবিতে সরব।  কিন্তু সূত্রের খবর, বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হলেও কোনও সিদ্ধান্ত হয়নি।  সেইসঙ্গে শিশুদের ভ্যাকসিনেশন কবে থেকে শুরু হবে, সে বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়নি।  

আরও পড়ুন :


ওমিক্রন আবহে মহারাষ্ট্রে বেপাত্তা বিদেশ থেকে আসা ১০০ র বেশি ব্যক্তি





 


আরও বাড়ল দেশে ওমিক্রন (Omicron) আক্রান্তর সংখ্যা। ফের মুম্বইয়ে আরও ২ ওমিক্রন আক্রান্তর হদিশ। জোহানেসবার্গ ফেরত মহিলার শরীরে করোনার (Corona) নতুন ভ্যারিয়েন্ট। আমেরিকা ফেরত এক ব্যক্তির দেহেও ওমিক্রনের খোঁজ। উপসর্গহীন আক্রান্ত, নিয়েছিলেন ফাইজারের টিকা, সূত্রের খবর। শুধু মহারাষ্ট্রেই ওমিক্রন আক্রান্তর সংখ্যা বেড়ে ১০। দেশে ওমিক্রন আক্রান্তর সংখ্যা বেড়ে ২৩। 

অন্যদিকে, সোমবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) বুলেটিন অনুযায়ী রাজ্যে (West Bengal) আগের ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪৬৫ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের (Corona Affected) সংখ্যা বেড়ে হল ১৬,১৯,৭২২ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৬২০ জন। আজকের হিসেবে রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৫৯০ জন। যা গতকালের তুলনায় ৯ জন বেশি। এই সময় পর্বে রাজ্যে করোনা (Corona) সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। গতকাল রাজ্যে (West Bengal) করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছিলেন ১০ জন। অর্থাৎ আজ ১ জন হলেও রাজ্য়ে মৃতের সংখ্যা কম। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্য়ে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারালেন ১৯,৫৫৩ জন।