নয়াদিল্লি: ওমিক্রন-ভ্যারিয়েন্ট নিয়ে প্রবল উদ্বেগের মধ্যেই দেশে গত ২৪ ঘণ্টায় দেশে বাড়ল দৈনিক সংক্রমন। তবে মৃতের সংখ্যা কমেছে গত একদিনে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ৩৩ হাজার ৭৫০। এরমধ্যে গত একদিনে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১০ হাজার ৮৪৬। গত একদিনে মৃত্যু হয়েছে ১২৩ করোনা আক্রান্তর।


দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৫৮২। অতিমারী শুরুর সময় থেকে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৯৫ হাজার ৪০৭। এখনও পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮১ হাজার ৮৯৩।


ওমিক্রন নিয়ে আশঙ্কার মধ্যে গত কয়েকদিন ধরে লাফিয়ে লাফিয়ে বেড়েছে করোনা আক্রান্তর সংখ্যা। দেশের রাজধানী দিল্লি, মুম্বইয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও গত কয়েকদিনে হু হু করে বেড়েছে আক্রান্তর সংখ্যা।


এরইমধ্যে দেশে টিকাকরণ অভিযানে ১৪৫ কোটিরও বেশি করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।






 


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে করোনা আক্রান্তর সংখ্যা থিল ২৭ হাজার ৫৫৩ । মৃত্যু হয়েছিল ২৮৪ জনের।


অর্থাৎ, সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত  একদিনে করোনা আক্রান্তর সংখ্যা বাড়ল ৬ হাজারের বেশি। এর মধ্যে দেশে ১০ শতাংশের বেশি বাড়ল দৈনিক ওমিক্রন সংক্রমণও।


এখনও পর্যন্ত দেশের ২৩টি রাজ্যে ছড়িয়েছে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে ১৭৫ জন আক্রান্ত হয়েছেন। এই নিয়ে দেশে ওমিক্রন সংক্রমিত ১ হাজার ৭০০ জন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৫১০ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫১। 


দেশের একাধিক রাজ্যে হু-হু করে বাড়ছে করোনা সংক্রমণ। উত্তরাখণ্ডের নৈনিতাল স্কুলে আক্রান্ত ৮২ জন পড়ুয়া। করোনার থাবা পটনার নালন্দা মেডিক্যাল কলেজ হাসপাতালেও। আক্রান্ত ৮৭ জন চিকিত্সক।অন্যদিকে, করোনা আক্রান্ত বলিউডের অভিনেতা-প্রযোজক জন আব্রাহাম ও তাঁর স্ত্রী প্রিয়া। দু’ জনেই রয়েছেন হোম আইসোলেশনে।