কলকাতা : আজ থেকে শুরু হচ্ছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশন। ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন। আজ কলকাতা পুরসভার ১৬টি স্কুল ও ৩৭টি কোভ্যাক্সিন সেন্টার থেকে দেওয়া হবে ভ্যাকসিন। কাল ৫০টি স্কুল থেকে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে। কলকাতা পুরসভা সূত্রে খবর, পুর এলাকায় ১৫ থেকে ১৮ বছর বয়সীদের সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার। দু’ সপ্তাহের মধ্যে সবাইকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
জেলাতেও আজ থেকে শুরু হচ্ছে ১৫ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনেশন। সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ে আজ দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ৪৫ ও বাণিজ্য বিভাগের ৬৫ জন-সহ মোট ১০০ জন পড়ুয়াকে আজ ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন নেওয়ার পর কমপক্ষে আধঘণ্টা পর্যবেক্ষণে রেখে পড়ুয়াদের ছাড়া হবে। কলকাতা পুরসভার ১৬টি স্কুল ও ৩৭টি কোভ্যাক্সিন সেন্টার থেকে দেওয়া হবে ভ্যাকসিন। মঙ্গলবার, ৫০টি স্কুল থেকে ১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে।
আরও পড়ুন :
মেয়র ফিরহাদ হাকিম বলেন , ' ১৫ ঊর্ধ্বদের ভ্যাকসিন আমাদের এসেছে। আমাদের হাতে প্রায় দেড় লক্ষ ভ্যাকসিন হাতে আছে। ১৫ ঊর্ধ্বরা কোভ্যাকসিন নেবে। সব স্কুলে পরিকাঠামো পাওয়া যাচ্ছে না। যে স্কুলে পরিকাঠামো আছে, সেখানে রাখছি। অন্য স্কুল থেকে এনে দেওয়া হবে। একটা স্কুলে ৫০০ জনকে দেওয়া যাবে ভ্যাকসিন। '
করোনা যেভাবে বাড়ছে, তাতে ১৫ থেকে ১৮ বয়সীদের দ্রুত ভ্যাকসিনেশন অত্যন্ত জরুরি বলে মত চিকিৎসকদের। পুর এলাকায় ১৫ থেকে ১৮ বয়সীদের সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার। ২ সপ্তাহের মধ্যে তাঁদের সবাইকে ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। বড়দিনের রাতে দেশজুড়ে যখন উত্সবের আবহ, তখনই ট্যুইট বার্তা এসেছিল প্রধানমন্ত্রীর দফতর থেকে। ওই বার্তায় বলা হয়, ১৫ মিনিটের মধ্যে জাতীর উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। l তারপরই জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রীর ঘোষণা - জানুয়ারি থেকেই ১৫ বছরের ঊর্ধ্বে শুরু হবে টিকাকরণ। এতদিন করোনার ভ্যাকসিন নেওয়া যেত ১৮ বছর হলে।
অন্যদিকে , আজ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধে ৭টার পর চলবে না লোকাল ট্রেন। কিন্তু শেষ লোকাল ছাড়ার সময় নিয়ে যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। রেলের তরফে এ ব্যাপারে কোনও নির্দেশিকা জারি করা হয়নি। লোকাল ট্রেনগুলির যাত্রা সন্ধে ৭টার মধ্যে শেষ হবে। এর ফলে প্রান্তিক স্টেশন থেকে ওই সমস্ত লোকাল কখন ছাড়বে তা এখনও স্পষ্ট নয়। ফলে ফেরার সময় নিয়ে সংশয়ের মধ্যেই সপ্তাহের প্রথম কাজের দিন ট্রেনে উঠবেন যাত্রীরা। এর পাশাপাশি, করোনা সংক্রমণ বাড়ায় মেট্রো রেলেও বাড়তি সতর্কতা। টোকেনের পরিবর্তে আজ থেকে ফের মেট্রোয় চালু স্মার্ট কার্ড। রাত ১০টা থেকে বিধিনিষেধ জারি হওয়ায় মেট্রোর সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। রাত সাড়ে ৯টার পরিবর্তে আজ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টায়।