নয়াদিল্লি: দেশে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ফের বারোশো ছাড়াল। বাড়ল দৈনিক সংক্রমণও।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২১৭ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ১৮৮।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭১ হাজার  ৩৬৫ জন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ৫৯৭। 


দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৪ লক্ষ ১০ হাজার ৯৭৬ জন। এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৫ হাজার ২৭৯ জনের।  দৈনিক পজিটিভিটি রেট কমে হল ৪ দশমিক ৫৪ শতাংশ। বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ৮ লক্ষ ৯২ হাজার ৮২৮।


গত একদিনে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১ লক্ষ ৭২ হাজার ২১১। সবমিলিয়ে দেশে সুস্থতার হার ৯৬.৭০ শতাংশ। এখনও পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৪ কোটি ১০ লক্ষ ১২ হাজার ৮৬৯।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যাণ অনুযায়ী, দেশজুড়ে টিকাকরণ অভিযানে গতকাল ৫৩ লক্ষ ৬১ হাজার ৯৯ জনকে করোনা প্রতিরোধী টিকার ডোজ দেওয়া হয়েছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ১৭০ কোটি ৮৭ লক্ষ ৬ হাজার ৭০৫  করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে।


মহারাষ্ট্রে মঙ্গলবার দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ৬ হাজার ১০৭। আগের দিনের তুলনায় ৩২৯। গত একদিনে মৃতের সংখ্যা ৫৭। একদিনে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৬ হাজার ০৩৫।


 


 


 





;