নয়াদিল্লি: চার হাজারের উপরেই থাকল দেশের দৈনিক কোভিড গ্রাফ। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত বুলেটিনে দেখা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১৮ জন। আগের দিনের বুলেটিনেও দেখা গিয়েছে গতকাল নতুন আক্রান্ত হয়েছিলেন  ৪ হাজার ২৭০ জন। তার থেকেও বেশি নতুন আক্রান্তের হিসেব সোমবারের বুলেটিনে। এই নিয়ে পরপর দুইদিন ভারতে নতুন আক্রান্ত চার হাজারের উপর।


দেশের সর্বশেষ কোভিডগ্রাফ:



  • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫১৮ জন।

  • গতকালও দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল চার হাজারের উপর।

  • ভারতে এখন অ্যাক্টিভ করোনা আক্রান্ত ২৫ হাজার ৭৮২।

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা ৯ জনের।

  • গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৫।

  • এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় ৫ লক্ষ ২৪ হাজার ৭০১ জনের।

  • দেশে এখন কোভিড থেকে সুস্থতা হার ৯৮.৭৩ শতাংশ।

  • দেশে এখন কোভিড পজিটিভিটি রেট ১.৬২

  • গত ২৪ ঘণ্টায় সংক্রমণমুক্ত ২৭৭৯ জন।

  • গত ২৪ ঘণ্টায় মোট কোভিড পরীক্ষা হয়েছে ২ লক্ষ ৭৮ হাজার ৬৯ জনের। 


ফের দেশে কোভিড সংক্রমণ বৃদ্ধি হবে কিনা তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন টানা দৈনিক সংক্রমণ কম থাকলেও, এবার ফের বাড়়ছে। পরপর দুদিন চার হাজারের উপর রয়েছে দৈনিক সংক্রমণ। অন্য বেশ কিছু দেশেও কোভিড বৃদ্ধির খবর মিলেছে। তার জেরেই চিন্তা বেড়েছে ভারতেও। সম্প্রতি আইআইটির একটি গবেষক দল জানিয়েছে, জুন মাসে দেশে কোভিডের চতুর্থ ঢেউ শুরু হতে পারে। ফলে কোভিডগ্রাফের দিকে কড়া নজর রাখছে কেন্দ্রীয় সরকার। টিকাকরণে জোর দেওয়া হচ্ছে। এখন দেশে বুস্টার ডোজও শুরু হয়ে গিয়েছে। কোভিডের চতুর্থ ঢেউয়ের প্রভাব রুখতে যত দ্রুত সম্ভব বুস্টার টিকাকরণ বৃদ্ধির দিকে নজর রাখা হচ্ছে। ভারতে এখন নাবালকদেরও কোভিড টিকাকরণ দ্রুতগতিতে চলছে।


আরও পড়ুন:  রাজস্থানে গিয়ে বাংলার সমালোচনা রাজ্যপালের, ক্ষুব্ধ তৃণমূল