নয়াদিল্লি: কোভিড গ্রাফ নিয়ে ফের উদ্বেগ ভারতে। লাফিয়ে বাড়ল কোভিড সংক্রমণ। এক ধাক্কায় প্রায় ৪০ শতাংশ বাড়ল দৈনিক কোভিড সংক্রমণের গ্রাফ। 


বিশ্বজুড়ে বিভিন্ন দেশে নতুন করে কোভিড সংক্রমণ বাড়ছে। অনেকদিন গ্রাফ নিম্নগামী হওয়ার পর ফের ভারতেও বৃদ্ধির ছবি। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশিত কোভিড বুলেটিনে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন সাত হাজারেরও বেশি।

দেশের সর্বশেষ কোভিডগ্রাফ:



  • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৪০ জন।

  • গতকালও দৈনিক আক্রান্তের সংখ্যার থেকেও অনেকটা বেশি এদিনের সংখ্যা।

  • ভারতে এখন অ্যাক্টিভ করোনা আক্রান্ত ৩২ হাজার ৪৯৮।

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা ৮ জনের।

  • গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমণ মুক্ত হয়েছেন ৩ হাজার ৫৯১ জন।

  • ভারতে এখন সুস্থ হওয়ার হার দাঁড়িয়ে ৯৮.৭১ শতাংশে।

  • বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী দেশে এখন কোভিড পজিটিভিটি রেট ২.১৩ শতাংশ।

  • গত ২৪ ঘণ্টায় মোট কোভিড পরীক্ষা হয়েছে ৩ লক্ষ ৪০ হাজার ৬১৫ জনের। 


কোভিডের সঙ্গে লড়াইয়ে সবচেয়ে ভরসার জায়গা টিকাকরণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে দেশ-বিদেশের বিশেষজ্ঞরা প্রথম থেকেই জানিয়ে আসছেন কোভিড রুখতে টিকাকরণ প্রয়োজন। সেই কারণেই ভারতে জোরকদমে চলছে টিকাকরণ। চলছে বুস্টার ডোজ, টিকা দেওয়া হচ্ছে নাবালকদেরও। ফের দেশে কোভিড সংক্রমণ বৃদ্ধি হবে কিনা তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন টানা দৈনিক সংক্রমণ কম থাকলেও, এবার ফের বাড়়ছে। পরপর দুদিন চার হাজারের উপর রয়েছে দৈনিক সংক্রমণ। অন্য বেশ কিছু দেশেও কোভিড বৃদ্ধির খবর মিলেছে। তার জেরেই চিন্তা বেড়েছে ভারতেও। সম্প্রতি আইআইটির একটি গবেষক দল জানিয়েছে, জুন মাসে দেশে কোভিডের চতুর্থ ঢেউ শুরু হতে পারে। ফলে কোভিডগ্রাফের দিকে কড়া নজর রাখছে কেন্দ্রীয় সরকার। 


আরও পড়ুন: গভীর রাতে ভাঙল বাড়ি, মৃত ১-জখম একাধিক