নয়াদিল্লি: দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। ফের বেশ কিছুটা বাড়ল দেশের দৈনিক কোভিড সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আবার ১৫ হাজারে পৌঁছে গেল ভারতের দৈনিক কোভিড গ্রাফ।


ভারতের কোভিড-গ্রাফ:



  • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭৫৪ জন।

  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ৬০৮ জন।

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৭ জনের।

  • গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৭২।

  • এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ২৫৩ জনের।

  • মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪২ লক্ষ ১৪ হাজার ৬১৮।

  • গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তুলনায় সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা কম।

  • গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ১৫ হাজার ২২০ জন।

  • গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৮.৫৮%।

  • গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪ লক্ষ ৫৪ হাজার ৪৯১টি কোভিড পরীক্ষা হয়েছে।

  • গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩১ লক্ষ ৫২ হাজার ৮৮২টি কোভিড টিকা দেওয়া হয়েছে।







 


দেশে ক্রমাগত ওঠানামা করছে কোভিড গ্রাফ। কখনও কমছে, কখনও বাড়ছে। এখনও দেশ থেকে কোভিড বিপদ পুরোপুরি কাটেনি। ইতিমধ্যেই দ্রুতগতিতে কোভিডের বুস্টার ডোজ চলছে দেশে। নাবালকদের টিকাকরণেও জোর দেওয়া হচ্ছে। যতটা সম্ভব কোভিডের বিধি মেনে চলার চেষ্টা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্বের আরও একাধিক দেশে কোভিডের দাপট চলছে। পাশাপাশি, এখন মাঙ্কিপক্সও আতঙ্ক তৈরি করেছে। ভারতেও পাওয়া গিয়েছে বেশ কয়েকটি মাঙ্কিপক্স সংক্রমণের ঘটনা। ওই রোগ এড়াতেও একইরকম ভাবে স্বাস্থ্য বিধি পালনের কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা। 


আরও পড়ুন:  দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়িতে CBI হানা, 'শিক্ষা-স্বাস্থ্যের ভাল কাজ বন্ধর চেষ্টা', ট্যুইট শিসোদিয়ার