নয়াদিল্লি: ভারতের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন? তার নির্বাচনের জন্য় নির্বাচনের জন্য দিনক্ষণ ঘোষণা হবে আজ। ভারতের নির্বাচন কমিশন আজ, বৃহস্পতিবার বিকেলে তার দিনক্ষণ ঘোষণা করবে।


সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেল তিনটেয় সাংবাদিক বৈঠক করে এই দিনটি ঘোষণা করা হবে। বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পাঁচ বছরের মেয়াদ শেষ হবে এই বছরেই। চলতি বছরের ২৫ জুলাই শেষ হবে তাঁর মেয়াদ। 


কীভাবে হয় রাষ্ট্রপতি নির্বাচন?
ভারতে রাষ্ট্রপতি নির্বাচনেও ভোটাভুটি হয়। তবে সেখানে সাধারণ নাগরিকরা ভোট দেন না। ভোট দেন সাধারণ নাগরিকদের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধিরা। সংসদের দুই কক্ষেরই সদস্যরা, রাজ্যগুলির বিধানসভার সদস্যরা এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নির্বাচিত সদস্যরা ধাপে ধাপে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করে। 


বাদ কারা?
রাজ্যসভা, লোকসভার মনোনীত সদস্য এবং কোনও বিধান পরিষদের মনোনীত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন না।  


এর আগে ২০১৭ সালে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। ১৭ জুলাই নির্বাচন ও ২০ জুলাই গণনা হয়েছিল। তখনই রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন রামনাথ কোবিন্দ। 

আগামী ১৮ জুলাই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022)। ভোটগণনার প্রয়োজন হলে, ২১ জুলাই ভোটগণনা হবে। বৃহস্পতিবার দেশের ১৬তম রাষ্ট্রপতি নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে জানাল নির্বাচন কমিশন (Election Commission)। এ দিন দুপুরে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। সেখানে তিনি বলেন, "রাষ্ট্রপতি নির্বাচনের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন। আগামী ১৫ জুন সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হবে। আগামী ২৯ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তিম দিন। নির্বাচন হবে ১৮ জুলাই। ভোটগণনার প্রয়োজন পড়লে, ২১ জুলাই গণনা হবে।"


এই মুহূর্তে দেশে নতুন করে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাই কোভিড বিধি মেনেই নির্বাচন সম্পন্ন হবে বলে জানিয়েছে কমিশন। আগামী ২৪ জুলাই দেশের ১৪তম রাষ্ট্রপতি হিসেবে মেয়াদ শেষ হচ্ছে রামনাথ কোবিন্দের (Ram Nath Kovind)। দেশের সংবিধান অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী রাষ্ট্রপতির নির্বাচন সেরে ফেলতে হবে। সেই মতোই রাষ্ট্রপতি নির্বাচন করার দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন।


আরও পড়ুন: সন্তানের দেহ পেতে ৫০ হাজার! রাস্তায় ঘুরে সাহায্য চাইছেন দম্পতি