নয়াদিল্লি: বিশ্ব ক্ষুধা সূচকে (Global Hunger Index) আরও নিচে নেমে গিয়েছে ভারত (Hunger in India)। পড়শি দেশ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল এমনকি শ্রীলঙ্কাও ভারতের চেয়ে সুবিধাজনক জায়গায় রয়েছে। তা নিয়ে এ বার তীব্র প্রতিক্রিয়া জানাল দিল্লি। বিশ্ব ক্ষুধা সূচকের তালিকা ত্রুটিপূর্ণ বলে দাবি করল কেন্দ্রীয় সরকার। ক্ষুধা সূচকের ক্রমাঙ্ক তৈরিতে পদ্ধতিগত ভুল রয়েছে বলে দাবি ভারত সরকারের।


বিশ্ব ক্ষুধা সূচকের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলল কেন্দ্র


২০২২ সালের বিশ্ব ক্ষুধা সূচকের যে নয়া তালিকা সামনে এসেছে, তাতে ১২১টি দেশের মধ্যে ১০৭তম স্থানে রয়েছে ভারত। ২০২১ সালের ১০১তম স্থান থেকে ভারত আরও ছয় ধাপ নেমে গিয়েছে। সেই রিপোর্ট সামনে আসার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কেন্দ্রীয় নারী এবং শিশুকল্যাণ মন্ত্রক।


শনিবার কেন্দ্রের তরফে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'হিসেবে ব্যবহৃত চারটি সূচকের মধ্যে তিনটিই শিশুদের স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কযুক্ত, যা দেশের সামগ্রিক জনসংখ্যার বর্তমান পরিস্থিতির প্রতিফলন হতে পারে না'।     


এ ছাড়াও, কেন্দ্রের কথায়, 'মাত্র ৩ হাজার মানুষকে নিয়ে চালানো সমীক্ষার উপর নির্ভর করে রিপোর্ট তৈরি করা হয়েছে। তা বাস্তবের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। শুধু তাই নয়, বিশেষ করে করোনার সময় ভারত সরকারের তরফে খাদ্যের নিরাপত্তা প্রদানে যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তাকে উপেক্ষা করা হয়েছে'। 


আরও পড়ুন: Global Hunger Index: ধরাছোঁয়ার বাইরে চিন, এগিয়ে বাংলাদেশ-পাকিস্তানও, বিশ্ব ক্ষুধা সূচকে আরও নিচে নামল ভারত


কেন্দ্র আরও জানিয়েছে, একমাত্রিক দৃষ্টিভঙ্গিতে ওই রিপোর্ট তৈরি করা হয়েছে। অনুমানের উপর ভর করে ভারতকে নিচের দিকে জায়গা দেওয়া হয়েছে। অনুমানের উপর নির্ভর করে এই ধরনের রিপোর্ট তৈরি নিয়ে এর আগে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশনের কাছে বিষয়টি উত্থাপিত করা হয়। তা নিয়ে আশ্বাসও মিলেছিল। তার পরেও এমন অবাস্তব ক্ষুধা সূচক প্রকাশ করা দুঃখজনক।


ভারতের ভাবমূর্তি নষ্ট করতেই এই ধরনের রিপোর্ট তৈরি করা হয়েছে বলেও দাবি করে কেন্দ্র। বলা হয়, ‘দেশের নাগরিকদের খাদ্য নিরাপত্তা দিতে ব্যর্থ, পুষ্টির জোগান দিতে ব্যর্থ হিসেবে ভারতকে তুলে ধরে দেশের ভাবমূর্তি নষ্টের এমন চেষ্টা লাগাতার চোখে পড়ছে। বিশ্ব ক্ষুধা সূচকের ভুল তথ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে’।  


ভারতের ভাবমূর্তি নষ্টের চেষ্টা, দাবি কেন্দ্রের


এ ছাড়াও, অপুষ্টিতে ভোগা অনূর্ধ্ব ৫ বছরের শিশু, তাদের ওজন, উচ্চতা, স্বাস্থ্য, গড় আয়ু, এই নিয়েও বিশদ সমীক্ষা চালানো হয়। সেই অনুযায়ী কোনও দেশের স্কোর যদি ২০-৩৪.৯ হয়, তাকে 'উদ্বেগজনক' বলে ধরা হয়। স্কোর ৩৫-৪৯.৯ হলে 'বিপজ্জনক' এবং স্কোর ৫০-এর উপর হলে 'অত্যন্ত বিপজ্জনক' বলে ধরা হয় সমীক্ষায়। 


১২১টি দেশকে নিয়ে এই ক্ষুধা সূচকের তালিকা প্রকাশ করা হয়েছে। ভারতের পরিস্থিতি 'গুরুতর' বলে উল্লেখ করা রয়েছে তাতে। ক্ষুধা তালিকায় ভারতের স্কোর ২৯.১, ক্ষুধা সূচক অনুযায়ী, তা 'উদ্বেগজনক'। ভারত যেখানে ১০৭তম স্থানে রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে ৬৪তম স্থানে। ৮১তম স্থানে রয়েছে নেপাল।  বাংলাদেশ রয়েছে ৮৪তম স্থানে। ৯৯তম স্থানে রয়েছে পাকিস্তান।