নয়াদিল্লি: ফের উদ্বেগ বাড়াচ্ছে দেশের (India Corona) করোনা-গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ১৩ হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, হত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৩১৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ২৪৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ জনের।
গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৩। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৯৪১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৩ লক্ষ ৪৪ হাজার ৯৫৮। দেশে লাফিয়ে বাড়ছে অ্যাক্টিভ কেসের সংখ্যাও। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮৩ হাজার ৯৯০। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ২৩ হাজার ৮৩৯ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ১২ লক্ষ ৮৪৩।
রাজ্যের করোনা পরিস্থিতি: ঢিলেমির জায়গা নেই। সময় থাকতে সজাগ হোন। রাজ্যে করোনা-সংক্রমণের (covid19) হুড়মুড়িয়ে বাড়তে থাকা হার দেখে সতর্কবার্তা বিশেষজ্ঞদের। সরকারি তথ্য় অনুযায়ী, শেষ চব্বিশ ঘণ্টায় এ রাজ্যে নতুন কোভিড পজিটিভের (Coronavirus Updates) সংখ্য়া ২৯৫, মারা গিয়েছেন ২ জন। পজিটিভিটি রেট ৪.৮৫ শতাংশ।
বাড়ছে ভয়: আপাতভাবে সংখ্যাটা বেশি নাও মনে হতে পারে। কিন্তু একবার সার্বিক দেশের পরিসংখ্য়ানের সঙ্গে তুলনা করে দেখা যাক? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক বুধবার যে তথ্য দিয়েছে, তাতে শেষ চব্বিশ ঘণ্টায় দেশে কোভিড-পজিটিভিটি রেট ছিল ৩.৯৪ শতাংশ। অর্থাৎ পজিটিভিটি রেটের বিচারে বাংলার অবস্থা দেশের গড়ের থেকেও খারাপ।
পরিস্থিতি যে খারাপ হতে চলেছে, সেই আঁচ গত কয়েক দিন ধরেই মিলছিল। দেশের বাকি অংশের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছিল বাংলায়। দৈনিক সংক্রমণের নিরিখে সবচেয়ে খারাপ অবস্থা কলকাতা ও উত্তর ২৪ পরগনার। এর মধ্যে নতুন ভ্যারিয়্য়ান্টের হদিস মেলে রাজ্য়ে। খোঁজ মেলেছে ওমিক্রন BA.4 এবং BA.5-এর মিশ্র প্রজাতির। তখন থেকেই জল্পনা তুঙ্গে, তবে কি এই নতুন প্রজাতির হাত ধরেই রাজ্যে ফোর্থ ওয়েভ আসছে? আশঙ্কা যে পুরোপুরি অমূলক নয়, সে কথা তখনই বলেছিলেন ডাক্তাররা। সংক্রমণের বাড়বৃদ্ধি দেখে এবার অনেকেরই আশঙ্কা, পূর্বাভাস মিলে যাবে না তো?