মুম্বই: উদ্ধব ঠাকরের প্রবল বিরোধী মুখ হয়ে ওঠা একনাথ শিন্ডের সঙ্গে যোগ দিলেন আরও তিন শিবসেনা বিধায়ক। এই তিন বিধায়ক হলেন মঙ্গেশ কুড়ালকর, সদা সরভাঙ্কর এবং দীপক কেসরকর। প্রসঙ্গত, গুজরাট হয়ে একনাথ শিন্ডেরা এখন রয়েছেন অসমের গুয়াহাটিতে। সেখানেই রেডিসন ব্লু হোটেলে অন্যান্য বিধায়ক এবং একনাথ শিন্ডের সঙ্গে সাক্ষাৎ করেন এই তিন বিধায়ক। আপাতত গুয়াহাটিতে বসেই পরবর্তী পরিকল্পনা তৈরি করছে একনাথ শিন্ডে শিবির। তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে কবে তাঁরা মুম্বই ফিরবেন।


উদ্ধব ঠাকরের বার্তা-


প্রসঙ্গত, নিজের গদি যে যেতে পারে এটা ভেবে নিয়েই আবেগঘন বার্তা দিয়েছিলেন উদ্ধব ঠাকরে। যেখানে তাঁর কথাবার্তায় এক অন্যরকম আবেগ ধরা পড়েছিল। তিনি বলেছিলেন, 'পদের প্রতি বা গদির প্রতি কোনওদিনই কোনও লোভ আমার ছিল না। নিজে তো মুখ্যমন্ত্রী হতে চাইনি। আমাকেই মুখ্যমন্ত্রী করা হয়েছিল। অন্য দলের দিকে কী আঙুল তুলব। আমার নিজের দলের লোকই দেখছি আমাকে চায় না। কোনও একজন বিধায়কও যদি আমার বিরোধী হয়, রাজনৈতিক নেতা হিসেবে কিংবা বালাসাহেব ঠাকরের ছেলে হিসেবে এ আমার কাছে চরম লজ্জার। তাই ইস্তফাপত্র তৈরিই রেখেছি।'


আরও পড়ুন - Maharashtra Political Crisis: উদ্ধবের জায়গায় মুখ্যমন্ত্রী শিন্ডে! সরকার বাঁচাতে দাওয়াই পওয়ারের, শেষরক্ষা হবে তো!


শরদ পওয়ারের সঙ্গে আলোচনা উদ্ধবের-


সেই দিক থেকে দেখতে গেলে আরও বেশি অস্বস্তিতে পড়লেন উদ্ধব ঠাকরে। কারণ, আগেরদিনই জানতে চেয়েছিলেন তাঁর বিরুদ্ধে ঠিক কতজন সেটা তাঁর জানা দরকার। ঠিক কতজন, তা হয়তো অচিরেই জানা যাবে। তবে, বৃহস্পতিবার সকালের বড় খবর, আরও তিনজন বিধায়ক (মঙ্গেশ কুড়ালকর, সদা সরভাঙ্কর এবং দীপক কেসরকর) ভিড়ে গিয়েছেন একনাথ শিন্ডের সঙ্গে। প্রসঙ্গত, এনসিপি প্রধান শরদ পওয়ার বুধবার সাক্ষাৎ করেন উদ্ধবের সঙ্গে। অসুস্থ শরীর নিয়েও বর্ষীয়ান রাজনৈতিক নেতার সঙ্গে আলোচনা করেন উদ্ধব। কিন্তু এত কিছুর পরও কি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে আর বেশিদিন থাকা হবে উদ্ধবের? একনাথ শিন্ডের শিবির কিন্তু প্রতি মুহূর্তে সংখ্যার নিরিখে শক্তি বৃদ্ধি করছে।