নয়া দিল্লি : দেশে আরও কমল দৈনিক করোনা সংক্রমণ। গতকালের তুলনায় কমেছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় দেশে ২৮ হাজার ৩২৬ জন করোনায় সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৬০ জনের। স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় মৃত্যু হয়েছিল ২৯০ জনের। আক্রান্তের সংখ্যা ছিল ২৯ হাজার ৬১৬। রবিবারের পরিসংখ্যানের পর দেশে মোট করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লক্ষ ৪৬ হাজার ৯১৮ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৪ লক্ষ ৪৬ হাজার ৬৫৮ জন।


এদিকে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩ হাজার ৪৭৬। গত ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়ে উঠেছেন ২৬ হাজার ৩২ জন। এনিয়ে দেশে মোট সুস্থের সংখ্যা ৩ কোটি ২৯ লক্ষ ২ হাজার ৩৫১ জন। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ৬৮,৪২,৭৮৬। এনিয়ে দেশে মোট টিকাকরণের সংখ্যা ৮৫,৬০,৮১,৫২৭।


প্রসঙ্গত, গতকালও করোনার দৈনিক সংক্রমণ ছিল সাতের কোটাতেই। শনিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে ১ দিনে করোনা সংক্রমিত হয়েছেন ৭৬২ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয় ১৫,৬৫,৬৪৫ জন। সরকারি হিসেব বলছে, ২৫ সেপ্টেম্বরে রাজ্যে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৭৬৪৭ জন। যা তার আগের দিনের তুলনায় ১৫ কম। এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১১ জনের। গতকাল পর্যন্ত সবমিলিয়ে রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে হয় ১৮,৭২৭ জন। রাজ্যে করোনামুক্ত হনন ৭৬৬ জন। এ নিয়ে মোট সুস্থ হন ১৫,৩৯,২৪৪ জন। গতকাল রাজ্যে সুস্থতার হার ছিল ৯৮.৩১ শতাংশ। 


করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কার মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে শিশুদের জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা। উত্তরবঙ্গ থেকে ফের মিলেছে শিশুমৃত্যুর খবর। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে খবর, সেখানে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শিলিগুড়ি, নকশালবাড়ি, খড়িবাড়ি থেকে আসা ওই ৩ শিশুর জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ ছিল। উদ্বেগের খবর মিলেছে দক্ষিণবঙ্গের বীরভূম থেকেও।


বোলপুর মহকুমা হাসপাতাল সূত্রে খবর, গত ২ সপ্তাহে প্রায় ১৬০ জন শিশু জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।