নয়াদিল্লি: উৎসবের মরশুমে বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করছেন? গ্রাহকদের চিন্তা লাঘব করতে পাশে দাঁড়াচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া State Bank of India (SBI)। ক্রেতাদের সহজ কিস্তিতে গৃহ ঋণ(SBI Home Loan), গাড়ির ঋণ(Car Loan) তথা ব্যক্তিগত ঋণের(Personal Loan) ব্যবস্থা করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
সম্প্রতি ঋণে ছাড় নিয়ে ট্যুইট করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। যেখানে বলা হয়েছে পুজোর সময় SBI লোনের মাধ্যমে এখন বিশেষ সুবিধা লাভ করুন।sbiyono.sbi অ্যাপ বা ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ঋণের জন্য আবেদন করুন। আপনার প্রয়োজনে পাশে রয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
SBI Loan Update:কোন ঋণে কত লাগছে ?
গাড়ির ঋণের ক্ষেত্রে এবার দরাজ হস্ত হয়েছে স্টেট ব্যাঙ্ক। গাড়ির ঋণের(SBI Car Loan) ক্ষেত্রে প্রতি এক লক্ষ টাকায় ১৫৩০ টাকা চার্জ করছে ব্যাঙ্ক। বছরে সোনার ঋণের(SBI Gold Loan)ক্ষেত্রে গ্রাহকদের দিতে হচ্ছে ৭.৫ শতাংশ টাকা। তবে ব্যাক্তিগত বা (Personal Loan)-এর ক্ষেত্রে প্রতি লাখে ১৮৩২ টাকা চার্জ করছে কোম্পানি।আগের থেকে অনেক বেশি সুবিধা পাওয়া যাচ্ছে (SBI Home Loan)-এ। গৃহ ঋণে (Home Loan) সুদের হার কমিয়েছে State Bank Of India (SBI)।
প্রসেসিং ফি ছাড়াই ৬.৭ শতাংশ হারে এবার ঋণ নিতে পারবেন আবেদনকারী। ব্যাঙ্কের নতুন ঘোষণা অনুযায়ী, ঋণের পরিমাণ বেশি হলেও একই থাকবে হোম লোনের হার।এই বিষয়ে বিশদে জানতে অবশ্যই স্টেট ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করুন।
কীভাবে SBI Home Loan-এর জন্য আবেদন করবেন ?
১ প্রথমে আপনার ইয়োনো অ্যাকাউন্ট YONO account-এ লগ ইন করুন।
২ হোম পেজে বাঁ দিকে একদম ওপরে মেনুতে (তিনটে লাইনে) ক্লিক করুন।
৩ এখানে লোনে ক্লিক করুন।
৪ এবার হোম লোনে যান।
৫ এখানে ঋণ নেওয়ার জন্য আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে। সেক্ষেত্রে প্রথমে জন্মের তারিখ জমা দিন।
৬ প্রথমে নিজের আয়ের উৎস জানাতে হবে ব্যাঙ্ককে।
৭ এবার নিজেরে নেট মাসিক বেতন জানান।
৮ আপনি অন্য কোনও লোন নিয়ে থাকলে তাও জানাতে হবে ব্যাঙ্ককে।
৯ আপনি কত টাকা গৃহঋণ নেওয়ার যোগ্য তা ব্যাঙ্ক জানাবে।
১০ সব বিবরণ জমা দেওয়ার পর একটা রেফারেন্স নম্বর দেবে ব্যাঙ্ক। কিছুক্ষণের মধ্যেই আপনাকে কল করবে ব্যাঙ্ক থেকে।
গৃহ ঋণে নতুন করে কী সুবিধা ? (SBI Home Loan)
স্টেট ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, আগের মতো ঋণের পরিমাণ অনুসারে সুদের হার বাড়াবে না কোম্পানি। এবার যত খুশি ঋণ নিলেও একই থাকবে সুদের হার। অতীতে ৭৫ লক্ষ টাকার বেশি গৃহ ঋণ (Home Loan) নিলে ৭.১৫ শতাংশ সুদ দিতে হত গ্রহীতাকে। এখন আর সেই নিয়ম থাকছে না। আপনি যতই ঋণ নেন না কেন, ৬.৭ শতাংশ হারেই সুদ গুণতে হবে আবেদনকারীকে।
আরও পড়ুন : SBI home loans: গৃহ ঋণে প্রচুর সুবিধা দিচ্ছে State Bank, এই নথি থাকলেই করতে পারবেন আবেদন
আরও পড়ুন : SBI Customers alert: প্রতারকদের ফোন বুঝবেন কীভাবে? পথ দেখাচ্ছে SBI
আরও পড়ুন : SBI Customer Alert: পাসওয়ার্ড খুলতে পারবে না প্রতারকরা, ভরসার ৮ রাস্তা দেখাল SBI
আরও পড়ুন : SBI Update : প্রতারকদের হাতে ডেবিট কার্ড ! দ্রুত ব্লক করতে মেনে চলুন এই নিয়ম