নয়াদিল্লি: ফের বাড়ল খুচরো মূল্যবৃদ্ধি (Retail Inflation)। তিন মাস ধরে নিম্নগতি ছিল খুচরো মূল্যবৃদ্ধির। কিন্তু আগস্টে, চিন্তা বাড়িয়ে ফের ঊর্ধ্বগামী দেশের খুচরো মূল্যবৃদ্ধির গ্রাফ। সরকারি পরিসংখ্যান বলছে, আগস্টে ওই মূল্যবৃদ্ধির হার ছুঁয়েছে ৭ শতাংশ। সোমবার সরকারি যে পরিসংখ্যান বেরিয়েছে তাতে স্পষ্ট যে মূলত খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির কারণেই এই গ্রাফ বেড়েছে। কনজিউমার প্রাইস ইনডেক্স (Consumer Price Index)-এর পরিমাপ অনুযায়ী আগস্টে মূল্যবৃদ্ধি ছুঁয়েছে ৭ শতাংশে। গত মাসে যা ৬.৭১ শতাংশ ছিল।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) তরফে মাত্রা ৬ শতাংশে বেঁধে দেওয়া হয়েছিল। এই নিয়ে টানা অষ্টম মাস CPI-মূল্যবৃদ্ধি তার উপরেই রইল। সরকারি পরিসংখ্যান দেখাচ্ছে, আগস্টে খাদ্যদ্রব্যে মূ্ল্যবৃদ্ধি ৭.৬২ শতাংশ। জুলাইয়ে তা ছিল ৬.৬৯ শতাংশ। এক বছর আগে যদি পিছিয়ে যাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে ২০২১ সালের আগস্টে এই হার ছিল আরও কম। এর ফলে আগামীদিনে আরবিআইয়ের উপর সুদের হার বৃদ্ধির চাপ থাকবে বলে মনে করা হচ্ছে।
এর আগে নিম্নগতি:
২০২২ সালের এপ্রিল মাস থেকে হিসেব করলে দেখা যাবে CPI Inflation ধীরে ঘীরে কমছিল। কিন্তু আগস্টে এসে বেড়ে গিয়েছে।
- এপ্রিল, ২০২২: ৭.৭৯%
- মে, ২০২২: ৭.০৪%
- জুন, ২০২২: ৭.০১%
- জুলাই, ২০২২: ৬.৭১%
- আগস্ট, ২০২২: ৭%
গত বছরের সঙ্গে তুলনা:
Year on Year-অর্থাৎ গত বছরের ঠিক এই সময়েই মূল্যবূদ্ধি বা মুদ্রাস্ফীতি ঠিক কত ছিল এবং এই বছর কত রয়েছে, এই দুইয়ের মধ্যে তুলনা করা হয়। সেখানে দেখা যাচ্ছে, এই বছরের আগস্টে যেখানে মূল্যবৃদ্ধি ৭ শতাংশ, সেখানে গত বছর এটি ছিল ৫.৩০ শতাংশ
কেন এমন ঘটনা?
বিশেষজ্ঞরা বলছেন, কিছু কিছু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি খুচরো বাজারে মূল্যবৃদ্ধির জন্য দায়ী। খাদ্যশস্য, আনাজ, মশলা থেকে শুরু করে জ্বালানির দাম তুমুল হারে বেড়েছে। বেড়েছে জামাকাপড়-জুতোর দামও। কার কত শতাংশ মূল্যবৃদ্ধি?
- মশলা- ১৪.৯০%
- আনাজ-১৩.২৩%
- জুতো- ১১.৮৫%
- জ্বালানি ও আলো- ১০.৭৮%
- জামাকাপড়- ৯.৫৮%
- খাদ্যশস্য (Cereals)- ৯.৫৭%
- গৃহস্থালির জিনিস- ৭.৫৩%
গ্রাম ও শহরের তুলনা:
অর্থনীতিতে গ্রাম ও শহরের তুলনা সবসময়েই আসে। বেকারত্ব থেকে মূল্যবৃদ্ধি, সবক্ষেত্রেই গ্রাম ও শহরের ফারাক দেখা হয়। গ্রামীণ অর্থনীতি ধাক্কা খেলে তা সামগ্রিক ভাবে দেশের অর্থনীতির উপর বড়সড় প্রভাব পড়ে। নজর থাকে গ্রামীণ খুচরো বাজারের মূল্যবৃদ্ধির উপরেও। সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে। ২০২২ সালে প্রথম থেকেই মে মাস ছাড়া আর সব মাসে শহরের তুলনায় গ্রামে মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতির হার অনেক বেশি। আগস্টেও যেখানে শহরে মূল্যবৃদ্ধির হার ৬.৭২ শতাংশ, সেখানে গ্রামীন মূল্যবৃদ্ধির হার ৭.১৫ শতাংশ।
কোথায় উদ্বেগ:
৩ মাস টানা কমার পর আগস্টে ফের মূল্যূবৃদ্ধি ঊ্রর্ধ্বগামী। গত বছরের আগস্টের তুলনায় এই বছরের আগস্টে মূল্যবৃদ্ধি বেশি। শহরের মূল্যবৃদ্ধির তুলনায় গ্রামীন মূল্যবৃদ্ধির (Rural Inflation) হার বেশি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) গ্রহণযোগ্য মাত্রার তুলনায় বেশি মূল্যবৃদ্ধির হার।
বাংলা কোথায় দাঁড়িয়ে:
এক একটি রাজ্যে মূল্যবৃদ্ধির (Inflation) হার এক একরকম হয়। আগস্টের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে সরকারের তরফে। তাতে দেখা যাচ্ছে ভারতের রাজ্যগুলির মধ্যে দিল্লিতে মূল্যবৃদ্ধির হার সবচেয়ে কম (৪.১৬%)। দেশে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধির হার পশ্চিমবঙ্গে (৮.৯৪%)
আরও পড়ুন: ৫ মাস পর ১৮,০০০ ছাড়াল নিফটি, দালাল স্ট্রিটে দারুণ গতি, কী বলছেন বিশেষজ্ঞরা?