নয়াদিল্লি:  সীমান্তে সংঘর্ষের মধ্যেই জরুরি বৈঠক করবেন প্রতিরক্ষামন্ত্রী। প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকবেন তিন বাহিনীর প্রধান। রাজনাথ সিংহর সঙ্গে বৈঠকে থাকবেন CDS অনিল চহ্বানও। বৈঠকে থাকবেন Director General of Military Operations। পহেলগাঁও হামলার জবাবে ভারত পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়ে এসেছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় পাকিস্তান সরাসরি ভারতের নগরজীবনের উপর হামলার চেষ্টা চালাল দু'-দু'বার। পাকিস্তানের সেই চেষ্টা যদিও সফল হয়নি, উল্টে তাদের লাহৌর, রাওয়ালপিণ্ডি দুরমুশ করে দিয়েছে ভারত। 

উল্লেখ্য়, পরিস্থিতিত জটিল হয়েছে গত ২৪ ঘণ্টায় বারবার। গতরাত থেকে ৫০টি পাক ড্রোন নামাল ভারত। উধমপুর, সাম্বা, জম্মু, আখনুর, নাগরোটা, পাঠানকোটে পাক ড্রোন নামাল ভারত। জম্মুর আকাশে পাক ড্রোন, ভোররাতে বিস্ফোরণের শব্দ। L 70 আর্টিলারি গান, ZU 23 MM গান, সিলিকা অ্যান্টি মিসাইল সিস্টেমের সাহায্যে পাক ড্রোন হামলা প্রতিহত। করাচি-POK-তে বড় অপারেশন চালাচ্ছে ভারত। করাচি বন্দরে অপারেশন ভারতীয় নৌ সেনার। করাচি বন্দরের ১২ জায়গায় বিস্ফোরণ। করাচির কাছে ভারতের যুদ্ধজাহাজ INS বিক্রান্ত। পুঞ্চে চলছে তুমুল গোলাগুলির লড়াই। টানা পাক গোলাবর্ষণের জবাব দিচ্ছে ভারতীয় সেনা। রাতে ফের পাকিস্তানের ড্রোন হামলার চেষ্টা। রাজস্থানের শ্রীগঙ্গানগরে পাকিস্তানের ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ। ভারতীয় সেনার প্রত্যাঘাতে মাটিতে পড়ল পাক ড্রোন। পাকিস্তানের প্রতিটি হামলা ব্যর্থ হয়েছে, জানাল ভারতীয় সেনা। গোলাগুলির জেরে রাজস্থান সীমান্তে ট্রেন যাতায়াতে প্রভাব।

কোটি-বাড়মেঢ়, ভগত-বাড়মেঢ়, মুনাওয়াড়-বাড়মেঢ় রেল পরিষেবা আজ বন্ধ। পাকিস্তানের হামলার রাতভর জবাব ভারতের তিন বাহিনীর। স্থলবাহিনী, নৌসেনা, বায়ুসেনার একযোগে অপারেশন। ইসলামাবাদ, লাহৌর, করাচি, রাওয়ালপিণ্ডি সমেত পাকিস্তানের ১৬টি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি। শুধু হামলা নয়, ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টাও চালাচ্ছে পাকিস্তান। সাম্বা সেক্টরে গভীর রাতে সীমান্ত পেরিয়ে ঢোকার চেষ্টা ১২ পাক জঙ্গির। সতর্ক বিএসএফ, গুলিতে নিহত ৭ জইশ জঙ্গি। পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর রাত থেকে টানা গোলাবর্ষণ পাক সেনার। পাক সেনার গোলাবর্ষণের কড়া জবাব দিচ্ছে ভারতও। ভারতের প্রত্যাঘাতের ভয়ে থরহরিকম্প পাকিস্তান। PSL-এর বাকি ম্যাচ পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে নিয়ে গেল পাক সরকার। রাওয়ালপিণ্ডি, মুলতান এবং লাহৌরে এই ম্যাচগুলি হওয়ার কথা ছিল।

এদিকে, সংঘর্ষ-পরিস্থিতিতে ওয়াটার স্ট্রাইক ভারতের! চন্দ্রভাগা নদীর উপর সালাল বাঁধের ৪টি লকগেট খুলল ভারত। চন্দ্রভাগা নদীতে একলাফে বাড়ল জলস্রোত। ভারত জল ছাড়ায় পাকিস্তানের শিয়ালকোটে নদীর জলস্তর বৃদ্ধি পাবে।