Indian Army Soldiers: সীমান্ত সমস্যা লেগেই রয়েছে ভারতে। তা সে পাকিস্তানের সঙ্গে হোক কিংবা চিনের সঙ্গে। এর পাশাপাশি রয়েছে দেশে নানা বিপর্যয়। কিন্তু সোমবার রাজ্যসভায় কেন্দ্রীয় সরকার যে তথ্য জানিয়েছে, তা অনেকটাই উদ্বেগের। সংসদে জানান হয়েছে ভারতীয় সেনাবাহিনীতে প্রায় ৯০ হাজারের বেশি শূন্যপদ খালি রয়েছে, যা ঘাটতি হিসেবেই দেখা হচ্ছে। junior commissioned officer এবং একাধিক পদ মিলিয়েও প্রায় ৭ হাজার ৯০০ শূন্যপদ রয়েছে। 


সোমবার একটি লিখিত বিবৃতিতে প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভাট বলেন সেনাবাহিনীর মধ্যে নৌবাহিনী দ্বিতীয় তালিকায় যেখানে বিপুল সেনা ঘাটতি রয়েছে। সেখানে ১ হাজার ১৯০ অফিসার এবং ১১ হাজার ৯২৭ জন নাবিকের পদ শূন্য রয়েছে। দেশের সব সুরক্ষা বাহিনীর মধ্যে সর্বাধিক শক্তিশালীদের মধ্যে রয়েছে নৌবাহিনী। সেখানেই এই সেনা ঘাটতির রিপোর্ট প্রকাশ্যে আসতে চিন্তা বেড়েছে কেন্দ্রের। 


প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সংসদের উচ্চকক্ষে জানান ভারতীয় সেনাবাহিনীতে ৭ হাজার ৯১২ জন অফিসার এবং ৯০ হাজার ৬৪০ জন সেনার ঘাটতি রয়েছে। তবে সেই ঘাটতি পূরণের চেষ্টা চলছে সার্বিকভাবে, তা জানান হয় মোদী সরকারের তরফে। 


অন্যদিকে, বায়ুসেনায় ৬১০ জন অফিসার এবং ৭ হাজার ১০৪ জন সেনা ঘাটতি রয়েছে। এই শূন্যপদ পূরণ করার জন্য সরকারের তরফে সবরকম চেষ্টা করা হচ্ছে। অজয় ভাট বলেন যে সেনাবাহিনীতে চাকরি কতটা গর্বের এবং দেশের জন্য কতটা প্রয়োজন তা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷ বিভিন্ন কেরিয়ার মেলা, চাকরির বিজ্ঞাপন, প্রচার এ সবের মাধ্যমে শূন্যপদ পূরণের কাজ করা চলেছে। 


দেশের যুবদের এই কাজে এগিয়ে আনার জন্য সশস্ত্র বাহিনীর তরফে ন্যাশনাল ক্যাডেট কর্পসের তরফে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে সেমিনার আয়োজন করে উদ্বুদ্ধ করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফেও নানা ব্যবস্থা নেওয়া হয়েছে সেনা শূন্যপদ পূরণের জন্য৷ সামরিক বাহিনীতে ঘাটতির অর্থ সুরক্ষা কাঠামোতে ঘাটতি। সীমান্ত সমস্যা আবহে এই ঘাটতি পূরণকেই পাখির চোখ করে কাজ করছে রাজনাথ সিংয়ের মন্ত্রক।