Share Market: হিন্দি নববর্ষ সম্বত ২০৭৯-এর শুরুতেই ধাক্কা খেল শেয়ার বাজার। মঙ্গলবার বাজারের গতি থামল লালে। গতকাল মুহুরত ট্রেডিংয়ের পর আজ অনেক আশা ছিল মার্কেটের ওপর। যদিও বিনিয়োগকারীদের হতাশ করে ভারতের শেয়ার বাজার।
Stock Market Update: বুধে বন্ধ বাজার
এদিন শেয়ারবাজারে প্রফিট বুকিংয়ের কারণে প্রধান দুই সূচকই পতনের সঙ্গে বন্ধ হয়েছে। মুম্বই স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স 287 পয়েন্ট কমে 59,543-তে ও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নিফটি 74 পয়েন্ট কমে 17,656 পয়েন্টে বন্ধ হয়েছে। বুধবার পুঁজিবাজারে ছুটি থাকায় কোনও ব্যবসা হবে না।
Share Market: কোন খাতের কী অবস্থা ?
আজকের ট্রেডিং সেশনে আইটি, অটো, পাবলিক সেক্টর ব্যাঙ্ক, ফার্মা, মেটাল, তেল ও গ্যাসের মতো খাতের শেয়ারের দাম বেড়েছে। যেখানে ব্যাঙ্কিং, কনজিউমার ডিউরেবলস, এনার্জি, মিডিয়ার মতো খাতের শেয়ারের দাম কমেছে। স্মল ক্যাপ স্টকগুলিতে পতনের সময় মিডক্যাপ স্টকগুলি বেড়েছে। নিফটির 50টি শেয়ারের মধ্যে 21টি শেয়ার সবুজে বন্ধ হয়েছে, যেখানে 29টি শেয়ার পতনের সঙ্গে দৌড় থামিয়েছে। সেনসেক্সের 30টি স্টকের মধ্যে 10টি স্টক লাভের সঙ্গে বন্ধ হয়েছে, যেখানে পড়েছে 20টি স্টক৷
Stock Market Update: আজ বেড়েছে এই স্টকগুলি
আজকের লেনদেনের শেষে যে স্টকগুলি উপরে ছিল তা যদি আমরা দেখি, তাহলে টেক মহিন্দ্রা 3.39 শতাংশ, মারুতি সুজুকি 2.78 শতাংশ, লারসেন 1.98 শতাংশ, ডাঃ রেড্ডি 1.52 শতাংশ, এসবিআই 1.37 শতাংশ, এনটিপিসি 1.14 শতাংশ, মাহিন্দ্রা 0.81 শতাংশ, ইনফো 57 শতাংশ শতাংশ, আল্ট্রাটেক সিমেন্ট 0.42 শতাংশ বৃদ্ধি পেয়ে বন্ধ হয়েছে।
Share Market: আজ পড়েছে এই স্টকগুলি
পতনশীল স্টকগুলির দিকে তাকালে আজ নেসলে 2.83 শতাংশ, এইচইউএল 2.71 শতাংশ, বাজাজ ফিনসার্ভ 2.55 শতাংশ, কোটাক মহিন্দ্রা 2.52 শতাংশ, এইচডিএফসি 1.59 শতাংশ, রিলায়েন্স 1.53 শতাংশ, বাজাজ ফিন্যান্স 1.44 শতাংশ, এশিয়ান পেইন্টস 1.18 শতাংশ কমেছে। . আজকের ট্রেডিং সেশনে, BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ হয়েছে 275.62 লক্ষ কোটি টাকা।
দীপাবলির দিনই হিন্দু নববর্ষের সূচনা ধরা হয়। এই দিনই গুজরাতি ও মারওয়াড়িরা তাদের পুরনো বহিখাতা বা হালখাতা বন্ধ করে নতুন লেজার তৈরি করেন। বহিখাতার ওপর স্বস্তিকা চিহ্ণ দিয়ে শুরু হয় নতুন বছরের আর্থিক যাত্রা। এই দিনটিকে হিন্দু নববর্ষ অনুযায়ী সমবত বলা হয়। এবার সমবতের বছর ২০৪৯। দালাল স্ট্রিটে এইদিন বেশি অস্থিরতা দেখা যায় না। বেশিরভাগ সময়টাই সবুজে যাত্রা করে স্টক মার্কেট।
আরও পড়ুন: SBI SMS Alert: অনলাইনে বিদ্যুতের বিল জমা দেন ? তাহলে খুব সাবধান !