নয়াদিল্লি: মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগ। ফের বিমান ঘুরিয়ে নিয়ে যেতে হল পাকিস্তানে (Pakistan)। করাচি বিমানবন্দরে (Karachi Airpirt) সতর্কতামূলক অবতরণ ঘটল ইন্ডিগো বিমানের (Indigi Flight)। গত দুই সপ্তাহে এই নিয়ে দ্বিতীয় বার করাচিতে ভারতীয় বিমানের অবতরণ ঘটল। যাত্রীরা সেখানেই আটকে রয়েছেন। ইন্ডিগোর তরফে অন্য একটি বিমান পাঠানো হচ্ছে করাচি বিমানবন্দরে। তাতে চাপিয়ে সরিয়ে নিয়ে যাওয়া হবে যাত্রীদের। 


জরুরি পরিস্থিতিতে করাচিতে অবতরণ ইন্ডিগো বিমানের


শার্জা থেকে হায়দরাবাদ আসার পথে ইন্ডিগোর 6E-1406 বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বলে জানা গিয়েছে। বিমান সংস্থার তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, শার্জা থেকে হায়দরাবাদ আসার পথে 6E-1406 বিমানটিকে করাচি অভিমুখে ঘোরাতে হয়। পাইলটের চোখে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। তার পরই প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়। সতর্কতামূলক ভাবে বিমানটিকে করাচিতে নামানো হয়। একটি অতিরিক্ত বিমান পাঠানো হচ্ছে করাচিতে। তাতে চাপিয়ে যাত্রীদের হায়দরাবাদ আনা হবে। 



আরও পড়ুন: Narendra Modi: 'নম্রতার জন্য পরিচিত, আমি নিশ্চিত রাজ্যসভার একজন অসামান্য চেয়ারম্যান হবেন' ধনকড়কে শুভেচ্ছা মোদির


যাত্রীরা সকলে নিরাপদ রয়েছে বলে যদিও জানিয়েছে বিমান সংস্থা ইন্ডিগো। কিন্তু এই ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। তুলনামূলক সাধ্যের মধ্যে ইন্ডিগো বিমানের উপর ভরসা করেন যাত্রীদের বড় অংশ। তাই ওই সংস্থার বিমানে যান্ত্রিক গোলযোগের খবরে উদ্বেগ ছড়িয়েছে। কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানিয়েছে, বিমানের ডানদিকের, দুই নম্বর ইঞ্জিনটিতে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে। তার পরই তড়িঘড়ি করাচি বিমানবন্দরে সেটির অবতরণ ঘটে।


বার বার একই ঘটনার পুনরাবৃত্তি


এই নিয়ে গত দুই সপ্তাহে দ্বিতীয় বার জরুরি পরিস্থিতিতে কোনও বিমানের পাকিস্তানের মাটিতে অবতরণ ঘটল। এর আগে, জুলাইয়ের শুরুতে দিল্লি থেকে দুবাই যাওয়ার পথে ককপিটে সমস্যা দেখা দেয় স্পাইসজেটের এসকটি বিমানে। বিপদসঙ্কেত দেখে তড়িঘড়ি বিমানটিকে করাচিতে নামাতে হয়। সেবার ওই বিমানে ১৩৮ জন যাত্রী ছিলেন। পরে অন্য বিমান পাঠিয়ে যাত্রীদের দুবাই নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই সময়ে পাকিস্তান সরকারের তরফে ঠান্ডা আচরণের অভিযোগ জমা পড়েছিল। অভিযোগ ওঠে, বিকল্প বিমানে উঠে দুবাই রওনা দিতে পাকিস্তান সরকারের অনুমতির প্রয়োজন ছিল। খানিকটা ইচ্ছা করেই তাতে বেশ কয়েক ঘণ্টা দেরিতে অনুমোদন পাঠানো হয় বলে অভিযোগ সামনে আসে।