ইনদওর : রাম নবমীর (Ram Navami) দিন ভয়াবহ দুর্ঘটনা, ইনদওরে মহাদেব ঝুলেলাল মন্দিরে একটি কুয়ো পড়ে যান ২৫ স্মরণার্থী। ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ইন্দোরের প্যাটেল নগর এলাকার বেলেশ্বর মহাদেব মন্দিরে। এ দিন রাম নবমী উপলক্ষ্যে প্রচুর মানুষে ভিড় জমিয়েছিলেন। হঠাৎই যাতায়াতের পথের একটি অংশ ভেঙে পড়ে যায়। প্রায় ২৫ জন পড়ে যান একটি কুয়োর ভিতরে। তবে ঠিক কতজন ওই কুয়োয় আটকে রয়েছেন এখনও জানা যায়নি। 


যদিও, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কর্তৃপক্ষকে দ্রুত উদ্ধারকার্য শেষ করতে বলেছেন। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে বলা হয়েছে, যে তারা ইন্দোর জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। চৌহান বলেছেন, তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।  যে ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদি।                                                                        


প্রত্যক্ষদর্শীদের মতে, যজ্ঞ চলাকালীন এই ঘটনা ঘটে। ২৫ জনেরও বেশি লোক কুয়োর বারান্দায় বসে ছিল। এরপর অতিরিক্ত ওজনের কারণে এর ছাদ ভেঙে লোকজন নীচে পড়ে যায়। কালেক্টর, পুলিশ কমিশনার ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ইন্দোরের কালেক্টর এবং কমিশনারের সঙ্গে ফোনে আলোচনা করেছেন। তিনি উদ্ধারকাজ দ্রুত করার নির্দেশ দেন।                            






কর্পোরেশনের আধিকারিকদের মতে, কুয়োটি ৪০ ফুট গভীর, সেখানে একটি লোহার জাল ছিল। এর প্রস্থ একটি ঘরের সমান। লোহার জালের উপর স্ল্যাব বসিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। যজ্ঞের সময় কুয়োর ছাদে বেশি লোক থাকার কারণে জাল ভেঙে দুর্ঘটনা ঘটে।     


আরও পড়ুন- দইকে লিখতে হবে ‘দহি’! গোড়াতেই টকে গেল মেজাজ, জোর করে হিন্দি চাপানোর অভিযোগে সরব দক্ষিণের রাজ্যগুলি