জম্মু: জঙ্গিদের বিরুদ্ধে সংঘর্ষে জম্মু কাশ্মীরে প্রাণ হারালেন সেনার ৫ জওয়ান। ঘটনাটি ঘটেছে জম্মুর পুঞ্চ জেলায়। প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র বলেন, গোপন সূত্রে খবর আসে, পুঞ্চ জেলার সুরানকোটের অন্তর্গত ডেরা কি গলি অঞ্চলে কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে।


সেনার লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দ্র আনন্দ জানান, সূত্র মারফৎ খবর আসে যে নিয়ন্ত্রণরেখা টপকে ৪-৫ সশন্ত্র জঙ্গি ভারতে অনুপ্রবেশ করে পুঞ্চের চামেরার জঙ্গলে লুকিয়ে রয়েছে।


খবর পেয়েই সোমবার ভোরে অভিযানে নামে বাহিনী। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ডেরা কি গলি নিকটবর্তী একটি গ্রামে অভিযান চালানো হয়। 


বাহিনীকে দেখতে পেয়েই এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে জঙ্গিরা। গুলিতে গুরুতর জখম হন সেনার এক জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) এবং আরও চার জওয়ান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে, তাঁদের মৃত ঘোষণা করা হয়। 


পাল্টা জবাব দেন জওয়ানরাও। দুপক্ষের মধ্যে তীব্র গুলির সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনা ও জঙ্গিদের মধ্য়ে দফায় দফায় গুলি বিনিময় হয়েছে। 


আরও পড়ুন: কাশ্মীরে এনকাউন্টারে খতম নিরীহ মানুষ খুনে জড়িত জঙ্গি


সেনার অনুমান, ৪-৫ সশস্ত্র জঙ্গি সেখানে আত্মগোপন করে রয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে সেনাবাহিনী। হামলার খবর মিলতেই ঘটনাস্থলে পৌঁছেছে অতিরিক্ত সেনা জওয়ান। পৌঁছেছে স্থানীয় সশস্ত্র পুলিশ ফোর্সও। 


এদিকে, সোমবার সকালে বান্দিপোরার হাজিন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। মৃত্যু হয় এক জঙ্গির। শাহগুণ্ডে সম্প্রতি সাধারণ মানুষদের ওপর হামলার ঘটনায় ওই জঙ্গি জড়িত ছিল। অনন্তনাগের খাগুন্দ ভেরিনাগ অঞ্চলেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে এক জঙ্গির মৃত্যু হয়েছে। 


জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংহকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, গত রাতে অনন্তনাগ ও বান্দিপোরায় দুটি পৃথক ঘটনায় দুই জঙ্গির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় জানা গিয়েছে। তার নাম ইমতিয়াজ আহমেদ দার। সে সম্প্রতি নিরীহ নাগরিকদের হত্যার ঘটনায় জড়িত ছিল।


গত একসপ্তাহ ধরেই কাশ্মীর উপত্যকায় জঙ্গি কার্যকলাপ বেড়েছে। এর জেরে উপত্যকাজুড়ে অভিযান চালিয়ে ৭০০ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।