গোয়া : বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত। বহুদিনের প্রেম সঞ্জনা বধূ বেশে। গোলাপি লহেঙ্গার সাজে এ যেন অচেনা সঞ্জনা। ক্রিকেট অনুষ্ঠানের সঞ্চালিকা এক্কবারে অন্যরকম যেন। সেই মুগ্ধতা যেন কাটিয়েই উঠতে পারছিলেন না ভারতীয় ক্রিকেটের স্পিডস্টার। উল্টোদিকে সঞ্জনা উচ্ছ্বল, হাসখুশি। বরমালা পরালেন তিনিই। সেই ভিডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। 


 


বুমরার বিয়ে নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল। জল্পনার অবসান হল সোমবার। সঞ্জনা গণেশনের সঙ্গে চারহাত এক হল ভারতীয় দলের ভরসাযোগ্য স্পিডস্টার যশপ্রীত বুমরার। শুভ অনুষ্ঠান সম্পন্ন হতেই সোশ্যাল মিডিয়ায় জুড়ে শেয়ার হচ্ছে যুগলের বাঁধা পড়ার নানা মুহূর্তের ছবি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে অতিথি তালিকা ছিল নিয়ন্ত্রিত। তবে বর-কনের সাজগোজ, কিংবা আনুসঙ্গিক অনুষ্ঠানে কোনও ঘটাতি ছিল না। বুমরার বিয়ের বিভিন্ন মুহূর্ত ফ্রেমবন্দি হয়ে এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।



সোমবার গোয়ার বিলাসবহুল রিসর্টে বসেছিল বিয়ের আসর। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। হাজির ছিলেন শুধু ঘনিষ্ঠরাই।সূত্রের খবর নিমন্ত্রিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ ২০ জন।  সঞ্জনা কলকাতা নাইট রাইডার্স পরিবারের সদস্যও। কেকেআরের হয়ে অনুষ্ঠান সঞ্চালনা করতে দেখা যায় তাঁকে। তাই বিয়েতে আমন্ত্রিত ছিলেন কেকেআরের সাপোর্ট স্টাফেরাও। যশপ্রীত ও সঞ্জনার মালাবদলের ভিডিও-ও অনুরাগীরা শেয়ার করছেন হইহই করে। বর -কনে দুজনের পরনেই ছিল গোলাপি পোশাক। হাতে রং মিলিয়ে বরমালা। দুজনেই মালাবদলের মুহূর্তে একে অপরের থেকে চোখ সরাতে পারছিলেন না। 


 


 অনুষ্ঠানে হাজির থাকেননি বিরাট কোহলি। কিন্তু দূর থেকেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন সতীর্থকে । নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন হার্দিক পান্ড্য, শিখর ধবন সহ বেশ কয়েকজন ক্রিকেটার। কোহলি ট্যুইট, 'অনেক শুভেচ্ছা। দু’জনকেই ঈশ্বর আশীর্বাদ করুক। অনেক ভালবাসা।' ঋদ্ধিমানের ট্যুইট, 'অনেক শুভেচ্ছা যশপ্রীত এবং সঞ্জনা।' যুবরাজ সিংহ লিখেছেন, 'আজীবন সুখে থাকো।' বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে মুম্বই ইন্ডিয়ানসের তরফেও । 


গত সোমবার বুমরা তার বিয়ের ছবি ট্যুইট করেন কাহলিল জিবরানের উদ্ধৃতি সহ। লেখেন, "Love, if it finds you worthy, directs your course."



এদিন বুমরা ও তাঁর স্ত্রী উভয়েই পরে ছিলেন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক। সঞ্জনার পরনে ছিল ফ্লোরাল লহেঙ্গা। বুমরা পরেছিলেন হালকা গোলাপি শেরওয়ানি, উত্তরীয় ও পাগড়ি। 


 


 


 


 






ভারত ও ইংল্যান্ডের মধ্যে টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের সময় বিরতি নিয়েছিলেন বুমরা। ব্যক্তিগত কারণে বিসিসিআই-এর কাছে ছুটি চেয়েছিলেন তিনি। বোর্ড তাঁর আর্জি মঞ্জুর করেছিল। এর কিছুদিন পরেই জানা যায় যে, বুমরা বিয়ে করছেন।


সঞ্জনা ২০১৯ বিশ্বকাপ থেকে শুরু করে আইপিএল, বিভিন্ন ক্রিকেট অনুষ্ঠানে সঞ্চালনা করেছেন। কলকাতা নাইট রাইডার্সের অ্যাঙ্করও তিনি। ২০১৩-তে ফেমিনা গর্জিয়াস খেতাবও জিতেছিলেন।