বেঙ্গালুরু : বুধবার কর্নাটকে ( Karnataka Assembly election ) বিধানসভা ভোট। ১০ মে জনতা নির্ধারন করবে দক্ষিণের রাজ্যে ক্ষমতায় কে থাকবে। ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।  কড়া নিরাপত্তা রাজ্য জুড়ে। ২২৪ সদস্যের বিধানসভার নির্বাচন একটি পর্বেই অনুষ্ঠিত হবে। নির্বাচনী অধিকর্তাদের মতে, অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 


কর্নাটক এবার কার? জানা যাবে ১৩ মে । বুধবার ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। গতবারের বিধানসভা ভোটে বিজেপি সংখ্য়াগরিষ্ঠ দল হিসেবে উঠে এলেও জোট বেঁধে সরকার গঠন করে কংগ্রেস এবং জেডিএস। মুখ্য়মন্ত্রী হন তৃতীয় স্থানে থাকা দল জেডিএসের এইচ ডি কুমারস্বামী। একবছর যেতে না যেতেই অবশ্য় জোট সরকারে ভাঙন ধরিয়ে, ক্ষমতা দখল করে বিজেপি।


এ বছর দক্ষিণের এই রাজ্যে ক্ষমতা দখলে রাখতে লাগাতার প্রচার চালিয়ে গিয়েছে  বিজেপি ( BJP ), কংগ্রেস ( Congress ) , জেডিএস ( JDS )।  প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা সকলেই ভোটের আগে বহু সভা করেছেন। প্রধানমন্ত্রী মোদি একাই প্রায় ১৮টি সভা করেন। ৬টিরও বেশি রোড শো করেছেন। অন্যদিকে কংগ্রেসের জমি শক্ত করতে মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীও  লাগাতার প্রচার করেছেন। রাজনৈতিক মহলের ধারণা, এই নির্বাচন দলীয় সভাপতি হিসাবে মল্লিকার্জুন খাড়গের জন্য অ্যাসিড টেস্ট । প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং কংগ্রেসের রাজ্য সভাপতি ডি কে শিবকুমারও প্রচারে কোনও কমতি রাখেননি।


সংখ্যাগরিষ্ঠতার জন্য কয়টি আসন প্রয়োজন?


 ১৫০ টি আসন জেতার লক্ষ্য স্থির করেছে বিজেপি। কংগ্রেসও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার দাবি করেছে। বিধানসভায় মোট ২২৪ টি আসন রয়েছে এবং সরকার গঠনের জন্য ১১৩ টি আসন পেতে হবে। 


কর্ণাটক নির্বাচনের বড় মুখ 


কর্নাটক নির্বাচনের জন্য বড় প্রার্থীদের মধ্যে প্রথম নাম হল রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা বাসভরাজ বোমাই।  শিগগাঁও বিধানসভা আসন থেকে লড়ছেন তিনি। প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বরুণা বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  JDS  নেতা এবং কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী রামনগর জেলার চানাপাটনা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 


কংগ্রেসের রাজ্য সভাপতি ডি কে শিবকুমার কনকপুরা বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। প্রাক্তন বিজেপি নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার হুবলি ধারওয়াড় (সেন্ট্রাল) বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এগুলি ছাড়াও প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পার ছেলে বিওয়াই বিজয়েন্দ্র শিকারপুরা আসন থেকে বিজেপি প্রার্থী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে চিত্তপুর বিধানসভা আসন থেকে প্রার্থী হয়েছেন।


ভোটার ও ভোটকেন্দ্র কয়টি?


কর্নাটকের ৫৮,৫৪৫টি ভোট কেন্দ্রে ভোট দেওয়া হবে। মোট ৫,৩১,৩৩,০৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটারদের মধ্যে পুরুষ ২,৬৭,২৮,০৫৩ জন, মহিলা ২,৬৪,০০,০৭৪ এবং অন্যান্য ৪,৯২৭ জন।