শ্রীনগর: টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের হারে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছিল। আর তার জেরেই শ্রীনগরের পড়ুয়াদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হল। শুধু তাই নয়, আরও একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। 


সূত্রের খবর, দুটি ভিন্ন ঘটনায় দুটি মামলা রুজু করা হয়েছে। একটি সৌরার এসকেআইএমএস হাসপাতালের হস্টেলের ঘটনা। অন্যটি শ্রীনগরের করণ নগরের সরকারি মেডিক্যাল কলেজের। জানা গিয়েছে, মেডিক্যাল পড়ুয়া সহ অন্যান্যরা হস্টেলে স্লোগান দেয়। শুধু তাই নয়, তাঁরা আজাদি স্লোগানও দেয় বলে সূত্রের খবর। একইসঙ্গে এই হার উদযাপনে বাজিও ফাটায় পড়ুয়ারা। জানা গিয়েছে, ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। সংবাদ মাধ্যম সূত্রে খবর, সরকারি চাকরিও করতে পারবে না কোনওদিন।


গত রবিবার দুবাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। আর এরপরই এই ঘটনা ঘটে। যার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, একদল পড়ুয়া একটা ঘরের মধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করছে। আনন্দে নাচ করছে, হাসছে। অন্য একটি ভিডিওতে দেখা যায়, ভারতের হারের পর পাকিস্তানের জাতীয় সঙ্গীত গাইছে পড়ুয়ারা।










 


ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। এদিকে বিতর্কের মাঝে পিডিপি নেত্রী মেহবুবা মুফতি প্রশ্ন তুলেছেন, “পাকিস্তানের কাছে ভারতের পরাজয় উদযাপন করার মধ্যে কী ভুল রয়েছে?’’ একইসঙ্গে কাশ্মীরের বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিল নিয়েও কটাক্ষ করেছেন তিনি।