নয়াদিল্লি : শুরু হয়েছে প্রবল বৃষ্টি ( Heavy Rain )। ঝুঁকি না নিয়ে কেদারনাথ যাত্রা (The Kedarnath yatra )  স্থগিত রাখার সিদ্ধান্ত নিল উত্তরাখণ্ড সরকার। গৌরীকুণ্ড ও কেদারের মাঝে বিভিন্ন জায়গায় আটকে পড়েছেন বহু দর্শনার্থী।

ভাবাচ্ছে ২০১৩ র মেঘ ভাঙা বৃষ্টির স্মৃতি (2013 Kedarnath deluge tragedy)


কেদারনাথ মন্দিরের চূড়া ঢেকেছে মেঘে। যেন সেখানে দিনেই নেমেছে সন্ধে। সঙ্গে ভারী বৃষ্টি চলছেই। মেঘ-কুয়াশায় ঢাকা পড়েছে কেদারনাথ মন্দির। রুদ্রপ্রয়াগেও ( Rudraprayag) চলছে বৃষ্টি। প্রবল বৃষ্টি আর হাড় কাঁপানো ঠান্ডার মধ্যেই অ্যাদ্দিন চলছিল কেদার দর্শন। তবে আর ঝুঁকি নিতে পারছে না প্রশাসন। কারণ বারবার ভয় ধরাচ্ছে ৯ বছর আগের স্মৃতি। সেবার টানা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত হয়ে পড়ে কেদারনাথ ৷ প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় মন্দির লাগোয়া সবকিছু ৷ কোদারনাথ মন্দিরের চারপাশের দোকান, পূণ্যার্থীদের থাকার জায়গা সবই জলের তোড়ে ভেসে যায় ৷ বছরের বেশিরভাগ সময় যে জায়গা ভক্তদের ভিড়ে সদাই গমগম করে সেই জায়গায় দেখা গিয়েছিল শুধুই ধ্বংসের ছবি ৷ সেই প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হয়ে পড়ে গোটা উত্তরাখণ্ড৷ মন্দাকিনীর তোড়ে সবকিছু ভেসে গেলেও অক্ষত ছিল কেদারনাথ মন্দির৷  শুধু কেদারনাথের মৃত্যু হয় কমপক্ষে ৪০০জনের৷


২০১৩-র প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে, আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত পর্যটকদের নিরাপদ জায়গায় থেকে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। কেদারনাথ দর্শন করে ফেরা পুণ্যার্থীদেরও আটকে দেওয়া হয়েছে। 


চারধামের এক ধাম
উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে পাহাড়ের কোলে ছোট্ট শহর কেদারনাথ৷ ১১ হাজার ৭৫৯ ফুট উঁচু উপত্যকায় রয়েছে কেদারনাথ মন্দির৷ চারধামের এক ধাম৷ পাশ দিয়ে বয়ে গিয়েছে মন্দাকিনী৷ প্রতিবছর অক্টোবর-নভেম্বর মাসে বন্ধ হয়ে যায় কেদারনাথ মন্দির। নিয়ম মতো ছ’মাস পর খোলে মন্দিরের দরজা। এবারও তার অন্যথা হয়নি। বরং করোনা ভয় কাটিয়ে অনেকটা সাহস পেয়ে এবার ভিড় জমান ভক্তরা অক্ষয়তৃতীয়ার পর থেকেই।