নয়াদিল্লি: আরও বেশি মানুষের মধ্যে সরকারি পরিষেবা সহজে পৌঁছে দেওয়ার জন্য নয়া পদক্ষেপ ভারত সরকারের। এখন থেকে হোয়াটসঅ্যাপে মাই গভ হেল্পডেস্ক (My Gov Helpdesk) -এর মাধ্যমে ডিজিলকার (Digilocker) সুবিধা নিতে পারবেন ভারতের নাগরিকরা।


প্রেস ইনফরমেশন ব্যুরো (Press Information Bureau)-এর টুইট অনুযায়ী ভারতের নাগরিকরা এখন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিজিলকারের সুবিধা নিতে পারবেন। তার মাধ্যমে প্যান কার্ড (PAN card), ড্রাইভিং লাইসেন্স (Driving License), গাড়ির রেজিস্ট্রেশন নম্বর (vehicle registration certificate) সবই ব্যবহার করতে পারবেন। 






কোন নম্বরে হোয়াটসঅ্যাপ:
৯০১৩১৫১৫১৫-এই নম্বরে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করতে হবে। 'নমস্তে', 'হাই' বা 'ডিজিলকার' লিখে মেসেজ করতে হবে। ডিজিলকার অ্যাকাউন্ট ভেরিফাই করা যাবে। এছাড়া প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশনের নথিও হোয়াটসঅ্যাপের মাধ্যমেই মিলবে।


ডিজিলকার কী?
ডিজিলকার (Digilocker) একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যার মাধ্যমে বিভিন্ন প্রয়োজনীয় নথি মিলবে, কাগজের নথি এড়াতেই এই কাজ। ডিজিটাল মাধ্যমে কাজ করার সুবিধা বাড়াতেই এই পদক্ষেপ। এমন পদক্ষেপে নথি সংরক্ষণ করে রাখার প্রয়োজন থাকবে না। বাড়ি থেকে দূরে গেলে সহজেই মিলবে প্রয়োজনীয় নথি। রাস্তাঘাটেও যে কোনও দরকারে সহজে মিলবে প্রয়োজনীয় নথি। কী কী রাখা যাবে?